এঞ্জিওগ্রাম হল একটি পরীক্ষা যার মাধ্যমে হার্টের রক্তনালীর ছবি তোলা হয়।
এঞ্জিওগ্রাম করে আমরা হার্টের অনেক তথ্য পেয়ে থাকি যেমন –
- হার্টের রক্তনালীতে চর্বি জমেছে কিনা
- যদি চৰ্বি জমেও থাকে তবে তা শতকরা কত ভাগ
- রক্তনালীর কোথাও ক্যালসিয়াম জমে ব্লক সৃষ্টি করেছে কিনা
- ব্লক গুলো কতটি রক্তনালীকে আক্রান্ত করেছে, এ সব।
অন্যান্য ডায়াগনোসিস এর মত Angiogram ও একটি ডায়াগনোসিস। অনেক রোগ নির্ণয় করতে যেমন আল্টাসনোগ্রাফি করার প্রয়োজন হয় তেমনি হৃদ যন্ত্রের রক্তনালীর ব্লক নির্ণয় করতে এঞ্জিওগ্রাম করা হয়।
অনেকে এঞ্জিওগ্রাম করতে ভয়পান এই ভেবে যে এটি একটি অপারেশন। Angiogram মোটেও কোন অপারেশন নয়, এমনকি পরীক্ষা চলাকালীন রোগীকে অজ্ঞ্যানও করা হয়না শুধু অবশ করা হয়।
তবে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে, Angiogram ভয়ের কারণ হতে পারে যদি কিনা এটি কোনো অনভিজ্ঞ চিকিৎসক দ্বারা করানো হয়।
বর্তমানে হার্টের ব্লক ঠিক করতে রিং বা অপারেশান এর পাশাপাশি আরো উন্নত চিকিৎসা সেবা রয়েছে ছাড়া। আপনি চাইলেই খুজে পেতে পারেন।
বিশেষ দ্রষ্টব্যঃ আমরা কোনো ডাক্তার বা হাঁসপাতাল কে প্রচার থেকে সম্পূর্ণ ভাবে বিরত।
হার্ট সম্পর্কিত আর লেখা পড়তে এই লিঙ্কে ক্লিক করুন।
চাইলে আমাদের ফেসবুক পেজ টি অনুসরণ করতে পারেন।