হোন্ডা রাইডিং ইলেকট্রিক মোটরসাইকেল
অ্যামেরিকার এই প্রদর্শনী CES-2017(কনজিউমার ইলেকট্রনিক্স শো) তে বিশ্বব্যাপী ঘোষণা দেবার সময়, হোন্ডা তার মোটো রাইডিং অ্যাসিস্ট প্রযুক্তি উন্মোচন করেছে।
যেখানে বলেছেন যে Honda তার নিজস্ব ও অত্যাধুনিক রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার করে একটি স্ব-ভারসাম্যপূর্ণ মোটরসাইকেল তৈরি করেছেন।
তার মানে হচ্ছে আপনি যদি আপনার মোটরসাইকেল টি কি দাড় করাতে চান তাহলে আর স্ট্যান্ড নিয়ে তেমনে একটা ভাবনার প্রয়োজন নেই।
স্ট্যান্ড এর উপর দাড় করিয়ে রাখার পরিবর্তে তারা এই প্রযুক্তি ব্যবহার করেছেন, যা অনেক বেশি ওজন যোগ করে ।
সরাসরি নিজের চোখে দেখতে চাইলে এই ভিডিও টি দেখে আপনার চোখ জুড়াতে পারেন।
এছাড়াও যদি ইচ্ছুক থাকে তাহলে এখানেও একটা ঢুঁ (লিঙ্ক) মারতে পারেন।