বেটিং কাণ্ডের তদন্তে উঠে এলো সাকিবের বোনের নাম – মানবজমিনের শিরোনাম এটি। খবরে বলা হয় বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে বেশ কয়েক- বারই বিতর্কের মুখে পড়েন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
এবার উঠে এলো তার বোন জান্নাতুল ফেরদৌস রিতুর নাম। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ভারতীয় অ্যাপ মহাদেব বেটিং অ্যাপকাণ্ডের তদন্তে সাকিবের বোনের নাম উঠে আসে।
তদন্তকারীরা জানান, বাংলাদেশে ‘ইলেভেন উইকেট ডট কম’ নামে একটি অ্যাপে অংশীদার সাকিবের বোন।
বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার এসবার ব্যাংক – কালের কন্ঠের শিরোনাম এটি।
খবরে বলা হয় রাশিয়ার বৃহত্তম ঋণদাতা ব্যাংক এসবার ব্যাংক বাংলাদেশে তাদের শাখা খুলতে চায়। এ জন্য ব্যাংকটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চেয়েছে।
গত ১৭ মে রাষ্ট্রীয় অংশীদারি থাকা রাশিয়ার ব্যাংকটি বাংলাদেশে একটি শাখা খুলতে আগ্রহ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে একটি চিঠি দেয়।
ব্যাংকটির নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতলি পাপোভের দেওয়া চিঠিতে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়।
এসবার ব্যাংক জানিয়েছে, রাশিয়ার ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এশিয়া অঞ্চলে নজর দিচ্ছেন। ফলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন রাশিয়ান গ্রাহকদের ব্যাংকিং সেবা দিতে সম্ভাবনা খতিয়ে দেখছে তারা।
বাংলাদেশি যেসব কম্পানি রাশিয়ায় ব্যবসা সম্প্রসারণ করতে চায় তারাও এর মাধ্যমে লাভবান হবে।
আদানির বিদ্যুতের বকেয়া পাওনা ছাড়ে তোড়জোড় – নয়া দিগন্তের প্রধান শিরোনাম এটি।
বলা হচ্ছে ভারতীয় কোম্পানি আদানি ও দেশীয় কয়লাভিত্তিক বিদ্যুৎখাতের ভর্তুকি পরিশোধে তিন হাজার কোটি টাকা ছাড় করার জন্য তোড়জোড় শুরু হয়েছে।
এর অর্ধেক দেয়া হবে আদানি বিদ্যুৎকে আর বাকি অর্ধেক দেয়া হবে অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গুলোকে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের কাছে চিঠি দেয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে ২০২৩-২৪ অর্থবছরে সরকারের রাজস্ব বাজেটের আওতায় অর্থ বিভাগ থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বাবিউবো) বিদ্যুৎ ক্রয়-বিক্রয়ের ঘাটতি বাবদ ভর্তুকির অর্থ ছাড়ের জন্য অর্থ বিভাগে চিঠি দেয়া হয়েছে।
এই টাকায় আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেড এবং দেশীয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লা আমদানির অপরিশোধিত বিল মেটানো হবে।
আকুর মাধ্যমে লেনদেন নিষ্পত্তির ৯১ শতাংশই বাংলাদেশ-ভারতের – দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম এটি।
বলা হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্য দেশ নয়টি হলেও লেনদেন নিষ্পত্তি ব্যবস্থাটি টিকে আছে কেবল ভারত-বাংলাদেশকে কেন্দ্র করে।
আন্তঃআঞ্চলিক নিষ্পত্তি ব্যবস্থাটির মাধ্যমে লেনদেনের ৯১ শতাংশই হচ্ছে এ দুই দেশের মধ্যে। এক্ষেত্রে প্রধান পাওনাদার দেশ ভারত। আর শীর্ষ দেনাগ্রস্ত বাংলাদেশ।
সাধারণত আমদানি-রফতানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলা বা নিষ্পত্তির সময় তাৎক্ষণিকভাবে দায় পরিশোধ করতে হয়।
কিন্তু আকুর মাধ্যমে হওয়া লেনদেন নিষ্পত্তি হয় প্রতি দুই মাস পরপর। তবে এ ক্ষেত্রেও লেনদেনের পুরো অর্থ পরিশোধ করতে হয় না। আমদানি দায়ের সঙ্গে রফতানি আয় সমন্বয় করে যে দায় অবশিষ্ট থাকে, কেবল সে অর্থ পরিশোধ করতে হয়।
ইভিএমের কারণে ধীরগতি: সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ – ময়মনসিংহ ও কুমিল্লার সিটি নির্বাচন নিয়ে সংবাদের প্রধান শিরোনাম এটি।
খবরে বলা হচ্ছে ইভিএমের কারণে ভোটগ্রহণে ছিল ধীরগতি। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি অভিযোগও ছিল।
এছাড়া মোটামুটি শন্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। কুমিল্লায় ভোট হয়েছে শুধু মেয়র পদে। সেখানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা।
অন্যদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়াদ অবসান হওয়ায় সেখানে মেয়র ও কাউন্সিলরের সব কটি পদে ভোট হয়েছে। সেখানে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন ইকরামুল হক টিটু।
দেশি তেলে ভরসা বিদেশি তেলে না – দেশ রুপান্তরের অন্যতম প্রধান শিরোনাম এটি।
বিস্তারিত বলা হচ্ছে আগামী বছরের মধ্যে সয়াবিন তেল ও পাম অয়েলের আমদানি ব্যয় ৪০ শতাংশ কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার; যা টাকার অঙ্কে প্রায় ১০ হাজার কোটি টাকা।
তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়িয়ে সেই ঘাটতি পূরণ করা হবে। এ জন্য ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় স্বল্পমেয়াদি আধুনিক জাত অন্তর্ভুক্ত করে সরিষা, তিল, সূর্যমুখী, চীনাবাদাম, সয়াবিনসহ তেল ফসলের আবাদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
সূত্র জানায়, দেশে প্রতি বছর প্রায় ২৪ লাখ মেট্রিক টন ভোজ্য তেল প্রয়োজন হয়। যার বেশিরভাগই সয়াবিন ও পাম অয়েল। ভোজ্য তেলের বিপুল চাহিদার বিপরীতে দুই-তিন বছর আগেও দেশে মাত্র ৩ লাখ মেট্রিক টন বা ১০ শতাংশের মতো অভ্যন্তরীণভাবে মেটানো হতো।
যার ৯৮ ভাগই সরিষার তেল। যেহেতু দেশের প্রায় ৯০ শতাংশ ভোজ্য তেলই আমদানিনির্ভর, তাই বরাবরই দাম ঊর্ধ্বমুখী থাকে। ভোজ্য তেলের দাম হুটহাট বেড়ে যায়, বাজারে থাকে অস্থিরতা।
সোনারগাঁয়ে গুলিতে যুবকের মৃত্যু, পুলিশসহ আহত ২১ – নারায়নগঞ্জে এক ইউনিউয়নের উপনির্বাচনে সহিংসতা নিয়ে সমকালের শিরোনাম এটি।
খবরে বলা হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী সহিংসতায় গুলিতে হৃদয় ভূঁইয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক যুবক। এ ঘটনায় পুলিশ পরিদর্শকসহ ২০ জন আহত হয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ফল ঘোষণা নিয়ে পুলিশ ও দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জাপায় সবচেয়ে বড় ভাঙন – কালবেলার খবর।
শেষ পর্যন্ত ভেঙেই গেল টানা তিনটি সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। গতকাল শনিবার সম্মেলনের মধ্য দিয়ে দলের নতুন কমিটি ঘোষণা করেছেন দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ।
নতুন এই দলের চেয়ারম্যান হয়েছেন রওশন এরশাদ নিজেই। মহাসচিব করা হয়েছে কাজী মামুনুর রশীদকে। কমিটিতে জায়গা পাওয়াদের প্রায় সবাই মূল দল থেকে বহিষ্কৃত কিংবা উপেক্ষিত।
এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিত, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার তালিকা থেকে বাদ পড়া কিংবা মনোনয়ন বঞ্চিতরাও ভিড়েছেন রওশনের দলে।
সব মিলিয়ে প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতীয় পার্টির সবচেয়ে বড় ভাঙন বলে সংশ্লিষ্টরা মনে করেন।
তবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এই সম্মেলনকে গঠনতন্ত্রবিরোধী উল্লেখ করে বলেছেন, ‘তারা নতুন একটি দল গঠন করলেও জি এম কাদেরের নেতৃত্বে আমরাই মূল ধারার জাতীয় পার্টি।’
আকুর মাধ্যমে লেনদেন নিষ্পত্তির ৯১ শতাংশই বাংলাদেশ-ভারতের – দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম এটি।
বলা হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্য দেশ নয়টি হলেও লেনদেন নিষ্পত্তি ব্যবস্থাটি টিকে আছে কেবল ভারত-বাংলাদেশকে কেন্দ্র করে।
আন্তঃআঞ্চলিক নিষ্পত্তি ব্যবস্থাটির মাধ্যমে লেনদেনের ৯১ শতাংশই হচ্ছে এ দুই দেশের মধ্যে। এক্ষেত্রে প্রধান পাওনাদার দেশ ভারত। আর শীর্ষ দেনাগ্রস্ত বাংলাদেশ।
সাধারণত আমদানি-রফতানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলা বা নিষ্পত্তির সময় তাৎক্ষণিকভাবে দায় পরিশোধ করতে হয়।
কিন্তু আকুর মাধ্যমে হওয়া লেনদেন নিষ্পত্তি হয় প্রতি দুই মাস পরপর।
তবে এ ক্ষেত্রেও লেনদেনের পুরো অর্থ পরিশোধ করতে হয় না। আমদানি দায়ের সঙ্গে রফতানি আয় সমন্বয় করে যে দায় অবশিষ্ট থাকে, কেবল সে অর্থ পরিশোধ করতে হয়।
Distressed in Malaysia – ডেইলি স্টারের এই খবরে বলা হচ্ছে হাজারো বাংলাদেশি সেখানে চাকরিহীন, অনেকে বেতন পাচ্ছেন না, আবার কারো বেতন অনেক কম। চার বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বাংলাদেশের জন্য মালয়েশিয়া আবার শ্রমবাজার খুলে দেয়।
এরপর এ সময়ে প্রায় ৪ লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া পাড়ি জমিয়েছে, কিন্তু তাদের মধ্যে এক লাখই এখন সেখানে বেকার বলে জানা যাচ্ছে। তাদের পাসপোর্ট ছিনিয়ে নেয়ায় অনেকটা বন্দি অবস্থায় থাকতে হচ্ছে অনেককে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নিয়ে শিরোনাম করেছে প্রথম আলো – টপ অর্ডারের ব্যর্থতায় সিরিজ হার।
নুয়ান তুষারা—বাংলাদেশের ব্যাটসম্যানরা নামটি নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না। মাত্র ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই লঙ্কান পেসার গতকাল সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়েছেন মাতিশা পাতিরানার চোটে।
সেই ‘বিকল্প’ পেসার তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই পেয়ে গেলেন হ্যাটট্রিক–মেডেন! ওই ওভারেই ভেঙে যায় বাংলাদেশ ব্যাটিংয়ের মেরুদণ্ড। ২৯ বছর বয়সী পেসার শেষ পর্যন্ত ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।
তাঁর এমন অবিশ্বাস্য বোলিংয়ের পরও বাংলাদেশ করতে পারে ১৪৬ রান। ফলাফল লঙ্কানদের করা ৭ উইকেটে ১৭৪ রান তাড়া করে ২৮ রানের হার। সিরিজটি ২-১ এ জিতে নিলো শ্রীলঙ্কা।