সৌদি আরবে সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। ফলে, রমজান পূর্ণ ৩০ দিন চলবে এবং মঙ্গলবার হবে রমজানের শেষ দিন। ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শুরু হবে বুধবার, এপ্রিল ১০ তারিখে।
এর আগে, সৌদি আরবের সর্বোচ্চ আদালত দেশব্যাপী মুসলমানদেরকে সোমবার, এপ্রিল ৮, ২০২৪ তারিখে (রমজানের ২৯তম) চাঁদ দেখতে বলেছিল।
সৌদি আরবের সরকারি এবং বেসরকারি খাতের কর্মীরা ঈদুল ফিতর উপলক্ষে সোমবার, এপ্রিল ৮ (রমজানের ২৯তম, ১৪৪৫ হিজরি) থেকে শুরু করে চার দিনের ছুটি পাবেন।
সৌদি আরবে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় কর্মীরা মোট ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কর্মীরা রবিবার, এপ্রিল ১৪ তারিখে কাজে ফিরবেন।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে সরকারি এবং বেসরকারি খাতের কর্মীরা নয় দিনের ছুটি পাবেন, কারণ শনিবার ও রবিবার সেখানে সরকারি ছুটির দিন। সরকারি ছুটি সোমবার, এপ্রিল ৮ তারিখে শুরু হবে।
কর্মীরা রবিবার, এপ্রিল ১৪ তারিখ পর্যন্ত উৎসবে আনন্দ করতে পারবেন। এরপর সোমবার, এপ্রিল ১৫ তারিখ থেকে আবার নিয়মিত কাজ শুরু হবে।