কিছু কারণে হার্ট দুর্বল হতে পারে, নিচে দেখুন
- হৃদযন্ত্রের রক্তনালীতে ব্লক
- হার্ট অ্যাটাক
- ভাল্বের সমস্যা
- জটিল ভাইরাস
- মাদকাসক্তি ইত্যাদি
সাধারণত স্বাভাবিক অবস্থায় হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা থাকে ৬০-৭০%। কোন কারনে দুর্বল হার্ট হয়ে হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা ৩০% বা আরও কমে নেমে আসতে পারে।
হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা ৩০% বা তার কম হলে সেই হার্টকে দুর্বল হার্ট বলা হয়।
হার্ট দুর্বল হয়ে গেলে বেশ কিছু লক্ষন প্রকাশ পায় যেমন,
- রোগী অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পরে
- বুক ধড়পড় করে
- শ্বাস কষ্ট হয়
- এছাড়াও রোগীর পায়ে পানি নামতে পারে
- এমনকি রাতে কাশিও হতে পারে।
হার্টের রোগীদের ভয়ের কোন কারন নেই । যেসব রোগীর ব্লক, হার্ট অ্যাটাক বা ভাল্বের সমস্যা নেই কিন্তু অন্য কোন কারনে হার্টের দুর্বলতা, সেইসব রোগীদের Pacemaker দিয়ে হার্টের চিকিৎসা করা যেতে পারে।
সঠিক সময়ে চিকিৎসা করলে ধীরে ধীরে দুর্বল হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা বৃদ্ধি পায়।
দুর্বল হার্টের রোগীদের কিছু বিষয়ে সাবধান থাকতে হবে, যেমন –
- নিয়মিত ঔষধ সেবন
- ভারি কাজ না করা
- নিয়মিত পানি খাওয়া
হার্ট বিষয়ক আরো লেখা পড়তে এখানে ক্লিক করুন।