ছোট্ট হার্ট অ্যাটাক নিয়ে কিছু কথা
ছোট্ট হার্ট অ্যাটাক নিয়ে কিছু কথা না বললেই নয়। দিনে দিনে এর ঝুকি বেড়েই চলেছে আমাদের দেশে।
নিচের লক্ষণ গুলো সচরাচর আমাদের নজরে আসে তবে অধিকাংশ সময়ই আমরা অবহেলা করে থাকি।
তবে মনে রাখবেন যে এগুলা মোটেই অবহেলা করার বিষয় না। যেমন –
- হার্টের ব্যাথা বুকের মাঝখানে হয়ে গলা, চোয়াল, কাঁধ ও হাতের দিকে ছড়িয়ে যেতে পারে। কখনো ব্যথা পেটের উপরভাগে, পিঠের মাঝখানে অনুভূত হতে পারে। ব্যথার সাথে ঘাম, বমি, শ্বাসকষ্ট, অনিয়মিত হৃদস্পন্দন, রক্তচাপ কমে যেতে পারে।
- এনজাইনার ব্যথা পরিশ্রম করলে বাড়ে আবার বিশ্রাম নিলে কমে যায় এবং স্বল্প স্থায়ী হয়। হার্ট অ্যাটাকের ব্যথা যে কোন সময় হতে পারে এমনকি বিশ্রামের সময়েও হতে পারে এবং ২০ মিনিটের বেশী স্থায়ী হতে পারে।
বুকের মাঝখানের কোন উপসর্গ অবহেলা করবেন না। এরকম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।