২০২৬ বিশ্বকাপ খেলবেন না, এক দিন আগেই জানিয়েছেন লিওনেল মেসি ।
কাতার বিশ্বকাপ দিয়ে সাফল্যের বৃত্ত পূরণ করা মেসি ৩৯ বছর বয়সে আগামী বিশ্বকাপে খেলবেন, এমন সম্ভাবনা কমই ছিল।
তাই মেসির এমন সিদ্ধান্ত মোটেই বিনা মেঘে বজ্রপাতের মতো কিছু ছিল না।
এরপরও নামটা যেহেতু মেসি, তাই তাঁর না খেলা নিয়ে ভক্তদের মধ্যে আফসোস, আক্ষেপ জাগাটাই স্বাভাবিক।
আর বেইজিংয়ে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে চিরচেনা সেই মেসিকে দেখার পর সেই আক্ষেপ বাড়ার কথা বহুগুণ।
মেসিও হয়তো সেই সব ভক্তের জন্যই ব্যাখ্যা দিয়েছেন, কেন তিনি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২–০ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন মেসি। তা–ও ম্যাচের বয়স যখন মাত্র ৮০ সেকেন্ড।
এটি আর্জেন্টাইন অধিনায়কের প্রায় দুই দশকের ক্যারিয়ারের দ্রুততম গোল। ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলেন মেসি।
সেখানে আগামী বিশ্বকাপ খেলা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে।’
Lionel Messi. Thank you. 🐐
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) June 15, 2023
Lionel Messi hugged a fan who ran on the pitch ☺️ pic.twitter.com/JURPM1JFTW
— GOAL (@goal) June 15, 2023
মেসির ক্যারিয়ারের বিশেষ এক মুহূর্তের সাক্ষী চীন। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে সোনা জিতেছিলেন মেসি।
বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে মেসি আবারও বললেন চীনে আসতে পারাটা উপভোগ করেন তিনি, ‘আমরা সব সময়ই এখান আসাটা উপভোগ করে আসছি।
আর্দ্রতা, গরমের কারণে আজকে এখানে খেলা কঠিন ছিল। তবে এসব কিছু ছাপিয়েই আমরা সব সময়ের মতো একই লক্ষ্য নিয়ে এগিয়ে খেলা চালিয়ে গেছি।’
এশিয়া সফরে মেসিদের পরের ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে।
এরপরই ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই শুরু করবে আর্জেন্টিনা।
আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া বাছাইপর্বে স্কালোনির দলের পথচলা শুরু হবে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে।