এই তালিকায় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটের পর রয়েছেন অজি তারকা মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী লাবুশেন এখনও অবধি WTC-তে ১১টি সেঞ্চুরি করেছেন।
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন। WTC-তে কেনের নামে রয়েছে ১০টি শতরান।
রুট, লাবুশেন ও উইলিয়ামসনের পর অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ রয়েছেন এই তালিকায়। স্মিথ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ৯টি সেঞ্চুরি করেছেন।
ভারত অধিনায়ক রোহিত শর্মাও এই তালিকায় পিছিয়ে নেই। ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করতেই তিনি স্পর্শ করেছেন স্টিভ স্মিথকে। এখন রোহিত ও স্মিথ দু’জনের নামে রয়েছে ৯টি WTC শতরান।
এই তালিকায় রয়েছেন প্রাক্তন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮টি শতরান করেছেন বাবর।
ভারতীয় ক্রিকেটারদের দিক থেকে রোহিত শর্মার পর বিরাট কোহলি, শুভমন গিল ও মায়াঙ্ক আগরওয়ালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রয়েছে ৪টি করে শতরান।