হোমঅন্যান্যধারণা করা হচ্ছে - এবার রোজা হবে আরও খরুচে

ধারণা করা হচ্ছে – এবার রোজা হবে আরও খরুচে

রোজার আগে আরও বাড়ল ‘রোজার পণ্যের’ দাম – প্রথম আলোর প্রধান শিরোনাম।

খবরে বলা হচ্ছে পবিত্র রমজানের আর এক সপ্তাহ বাকি নেই। রোজায় প্রয়োজন এমন পণ্য কিনতে ক্রেতারা এখন ব্যস্ত। কিন্তু বাজারে কোনো সুখবর নেই। প্রায় সবকিছুই চড়া দামে কিনতে হচ্ছে।

রোজার বাজারে নতুন করে বেড়েছে মুরগির দাম।

খুচরায় চিনি ও ছোলার দামও বেড়েছে। সবজির দাম সপ্তাহখানেক আগেও কিছুটা কম ছিল, ইফতারি তৈরিতে ব্যবহৃত হয় এমন সবজির দাম এখন বাড়তির দিকে।

নতুন দামের বোতলজাত সয়াবিনের এক ও দুই লিটারের বোতল এখনো বাজারে আসেনি। তাতে ক্রেতাদের এখনো ক্ষেত্রবিশেষে নির্ধারিত দরের চেয়ে কিছুটা বাড়তি দরে সয়াবিন কিনতে হচ্ছে।

পাইকারিতে চিনির দাম নতুন করে কেজিপ্রতি দুই টাকার মতো বেড়েছে। খুচরা বাজারে বেড়েছে পাঁচ টাকার মতো।

দ্রব্যমূল্য নিয়ে প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকালও। তারা লিখেছে এবার রোজা হবে আরও খরুচে। বিস্তারিত বলা হয় ইফতারে অন্তত দুইটা খেজুর আর এক গ্লাস শরবত মুখে তুলতে হয় রোজাদারকে।

তবে সেই ন্যূনতম ইফতারি পণ্যেরই বেজায় দাম। খেজুরে এবার হাতই দেওয়া যাচ্ছে না, চিনির দামেও লম্ফঝম্প। আর শরবতের জন্য লেবু! এখনই আগুন দাম। রোজায় এক লেবু কত টাকা দিয়ে সদাই করতে হবে, সে চিন্তায় কপালে ভাঁজ ফেলছেন ক্রেতা।

এবার সেহরিতে আসা যাক। রোজা শুরুর আগেই ব্রয়লার ও সোনালি মুরগি দেখাচ্ছে দামের তেজ। গরুর মাংস কেজিতেই বেড়ে গেছে অন্তত ১০০ টাকা। সব মাছের দামও বাড়বাড়ন্ত।

শুধু খেজুর, চিনি, লেবু, মাছ-মাংস নয়; বেশির ভাগ নিত্যপণ্যের দরই বল্গাহীন। রমজান শুরুর পাঁচ-ছয় দিন আগে পণ্যের দরের এমন উড়াল গতিই বলে দিচ্ছে, এবার হবে আরও খরুচে রোজা।


সংবাদপত্র
ছবির উৎস,BBC BANGLA

পোশাক নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত, উদ্বেগে ব্যবসায়ীরা – মানবজমিনের শিরোনাম এটি। বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি, ট্রেড ইউনিয়ন, কর্মপরিবেশ ও নিরাপত্তাসহ সামগ্রিক বিষয় মূল্যায়ন করতে তদন্ত শুরু করছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশসহ শীর্ষ পাঁচ দেশের বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএসআইটিসি)।

১১ই মার্চ এ বিষয়ে ওয়াশিংটনে একটি শুনানি হবে। এতে উদ্বেগ প্রকাশ করেছে পোশাক খাতের উদ্যোক্তারা। এসব বিষয় তুলে ধরতে ইতিমধ্যে মার্কিন কমিশনকে চিঠি দিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের বাজারে দেশগুলো কীভাবে অবস্থান করে নিয়েছে, সেটি খতিয়ে দেখবে ইউএসআইটিসি। এ ছাড়া, সংশ্লিষ্ট দেশগুলোর পোশাক খাতের পরিস্থিতিও মূল্যায়ন করতে চায় ইউএসআইটিসি।

রাজধানীর সোয়া তিন লাখ খবনের অনুমোদন নেই – ইত্তেফাকের অন্যতম প্রধান শিরোনাম।

বলা হচ্ছে প্রতি বছর রাজধানীতে বাড়ছে অনুমোদনহীন ভবনের সংখ্যা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় যারা অনুমোদন নিয়েছেন, এর মধ্যে ৯০ ভাগেরই নেই অকুপেন্সি বা ব্যবহারের সনদ।

যার কারণে নকশার বিচ্যুতি করে গড়ে ওঠা এসব ভবনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাজউক থেকে নকশার অনুমোদন একরকম নিলেও সেটি মানা হচ্ছে না।


সংবাদপত্র
ছবির উৎস,BBC BANGLA

আন্তজাতিক নারী দিবস ঘিরে প্রতিটি পত্রিকায় আছে বিশেষ আয়োজন। প্রথম আলোর বিশেষ প্রতিবেদনের শিরোনাম – নির্যাতনের শিকার হলেও নারী বিচার চান কম।

এতে বলা হয় সরকারি-বেসরকারি দুটি গবেষণায় দেখা যায়, দেশে দুই-তৃতীয়াংশ নারী পারিবারিক নির্যাতনের শিকার হলেও আইনি ব্যবস্থা নেওয়ার হার মাত্র ৩ শতাংশ।

সচেতনতার অভাব, সংসারে টিকে থাকার ইচ্ছা, লোকলজ্জা ও অর্থ খরচের ভয়ে অধিকাংশ নারী থানায় অভিযোগ করেন না।

পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩ ও ২০২০) বা অন্য কোনো প্রাসঙ্গিক আইনে তাঁরা বিচার চান না।

যুগান্তরের শিরোনাম আজ আন্তর্জাতিক নারী দিবস, প্রশাসনে সরব উপস্থিতি। প্রশাসনে নারীর অংশগ্রহণ বেড়েই চলছে।

সরকারের নীতি সহায়তার সুবাদে নারী কর্মকর্তারা মেধা ও যোগ্যতাবলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এর ফলে সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) থেকে সিনিয়র সচিব পর্যন্ত প্রশাসনের প্রতিটি স্তরে রয়েছে নারী কর্মকর্তাদের সরব উপস্থিতি।

পাশাপাশি সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক অঙ্গনে জনপ্রতিনিধি (সংসদ-সদস্য), ব্যবসায়ী উদ্যোক্তা, সাংবাদিকসহ সব পর্যায়ে নারীর অংশগ্রহণের অনুপাত ক্রমান্বয়েই বাড়ছে।

এছাড়া পরিবারেও বাড়ছে আগের তুলনায় নারীর কর্তৃত্ব।

সরকারি হিসাবে দেশে ১৭ দশমিক ৪ শতাংশ পরিবারের প্রধান হচ্ছেন নারী, যা ২০২১ সালে ছিল ১৬ শতাংশ।

ইংরেজি দৈনিক নিউ এজের শিরোনাম – Women lag behind in higher education, job

এতে বলা হয় পড়াশোনার শুরুর দিকের সাফল্য পরবর্তী জীবনে মেয়েদের উচ্চশিক্ষা বা চাকরিক্ষেত্রে কোথাও প্রভাব রাখছে না।

যেখানে পুরুষরা নিজের ক্যারিয়ার নিয়ে এগিয়ে যায়, সেখানে বেশিরভাগ নারী বাংলাদেশের প্রতিষ্ঠিত পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে শুধুমাত্র পরিবারের চাহিদা পূরণেরই চাকরি করে যান। যার ফলশ্রুতিতে নারীদের প্রতি বৈষম্য, সহিংসতা বেড়েই চলেছে।


সংবাদপত্র
ছবির উৎস,BBC BANGLA

Fuel prices cut as auto adjustment sets in – অর্থাৎ স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে জ্বালানি তেলের দাম কমলো। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম এটি।

এতে বলা হয় দেশের প্রথমবারের মতো বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করেছে সরকার। এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৭৫ পয়সা কমিয়ে ১০৮ দশমিক ২৫ টাকা নির্ধারণ করেছে।

এছাড়া পেট্রোলের দাম লিটারে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা এবং অকটেনে ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা করা হয়েছে। আজ শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসেই মূল্য সমন্বয় করা হবে।

বছরের ২০ মিলিমিটারের বেশি ডুবছে চট্টগ্রাম নগরী – দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। বলা হচ্ছে চট্টগ্রাম শহর প্রতি বছর সমুদ্রে ডুবে যাচ্ছে গড়ে ২০ মিলিমিটারের বেশি হারে।

বন্দরনগরীর সাগরে নিমজ্জনের গতি এখন বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের বার্ষিক গড় উচ্চতা বৃদ্ধির ১০ গুণ।

বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত ডুবন্ত শহরগুলোর অন্যতম হয়ে উঠেছে চট্টগ্রাম।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপক মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলন, পরিবেশ দূষণ, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়ণ বন্দরনগরীর ঝুঁকিকে বহু গুণে বাড়িয়ে তুলেছে।

প্রতিবেশগত যেকোনো বিপর্যয় চট্টগ্রাম অঞ্চলে ভূপ্রকৃতির পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির মাত্রায় ভয়াবহ পর্যায়ে ঠেলে দেয়ার বড় আশঙ্কা রয়েছে।


সংবাদপত্র
ছবির উৎস,BBC BANGLA

আদালতেই উপেক্ষিত আদালতের নির্দেশনা – দৈনিক কালবেলার প্রধান শিরোনাম এটি।মূলত মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার বিষয়টি তুলে আনা হয়েছে রিপোর্টে।

এতে বলা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন, দুদক আইন এবং ফৌজদারি আইনে করা মামলার বিচার শেষ করার জন্য সময়সীমা বেঁধে দিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত।

শুধু বিচার শেষ করতেই নয়, বিচারে যাতে বিলম্ব না হয়, সে বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশনা।

বিচার শুরুর পর কোনো মুলতবি ছাড়াই একটানা শুনানি করা, কিছু মামলায় বিচারে বিলম্ব হলে তার ব্যাখ্যা সুপ্রিম কোর্টের কাছে দাখিল করা, বিচার বিলম্বের বিষয়টি মনিটরিং করাসহ অনেক নির্দেশনা রয়েছে। কিন্তু উচ্চ আদালতের এসব নির্দেশনার বাস্তবায়ন নেই।

অন্যান্য খবর

দেশের দুই সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়েও খবর ছেপেছে বেশিরভাগ পত্রিকা। কুমিল্লা সিটির উপনির্বাচন ঘিরে কালের কন্ঠের শিরোনাম রাত পোহালেই ভোট, পরিবেশ নিয়ে শঙ্কা। 

বলা হয় রাত পোহালেই কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ। আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে।

গত বৃহস্পতিবার রাত ১২টায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নগরীতে এখন আলোচনার বিষয়বস্তু ভোটের দিন কেমন থাকবে নির্বাচনের পরিবেশ।

অন্যদিকে ময়মনসিংহ সিটি নির্বাচন নিয়ে তাদের শিরোনাম জয়ে ভূমিকা রাখবে প্রার্থীদের ব্যক্তিগত যোগাযোগ।


সংবাদপত্র
ছবির উৎস,BBC BANGLA

বন্ধ ক্লিনিকে খতনা, রক্তক্ষরণে সংকটাপন্ন শিশু – দেশ রুপান্তরের খবর। এতে বলা হয় হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে বন্ধ করা একটি বেসরকারি হাসপাতালে খতনা করিয়ে এক শিশুর জীবন এখন সংকটের মুখে।

গত বুধবার বিকেলে উপজেলার আউশকান্দি এলাকায় কেয়ার মেডিকেল সার্ভিসেস নামের হাসপাতালটিতে এ ঘটনা ঘটে।

পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতালটির মালিকের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।

রাসেল আকন্দ
রাসেল আকন্দhttps://grambangla.net
যদিও আমরা অনেক পিছিয়ে আছি পশ্চিমা সভ্যতার থেকে। তবে থেমে থাকছি না।
সম্পর্কিত আরো কিছু খবর

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -

সর্বশেষ সংবাদ

আপনার জন্য

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading