টু্ইটার হবে তাৎক্ষণিক খবরের সবচেয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটির নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণের পর লিন্ডা ইয়াকারিনো এ ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে ‘টুইটার ২.০’ পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি।
গত বছর টুইটার কেনার পর ছাঁটাইসহ টুইটার নিয়ে ইলন মাস্কের নানা বিতর্কিত উদ্যোগ সমালোচনার মুখে পড়ে। এ পরিস্থিতিতে টুইটারকে নিয়ে ঘুরে দাঁড়ানোর অস্ত্র হিসেবে নির্ভরযোগ্য সংবাদকে বেছে নিয়েছেন প্ল্যাটফর্মটির নতুন প্রধান।
বিবিসি এক প্রতিবেদেন জানিয়েছে, টুইটার কর্মীদের কাছে ই-মেইলে নিজের পরিকল্পনা তুলে ধরেছেন ইয়াকারিনো। তিনি বলেন, তথ্যের সুষ্ঠু আদান-প্রদানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ দিতে আমরা সংকল্পবদ্ধ।
এদিকে আগের বছরের তুলনায় টুইটারের আয় ৪০ শতাংশ কমেছে। ফলে টুইটারকে বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসিবে আস্থা অর্জনের পাশাপাশি বিজ্ঞাপন বাণিজ্যেও সফল হতে হবে।