যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধের ক্ষমতা হারাচ্ছে ইসি– এই শিরোনামটি করেছে যুগান্তর। এই খবরটিতে বলা হয়েছে যে, অনিয়ম ও প্রভাব বিস্তার হলেও তফসিল থেকে ফলাফল ঘোষণার যে কোনো পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বন্ধের ক্ষমতা হারাতে বসেছে নির্বাচন কমিশন ইসি।
সংস্থাটির ওই ক্ষমতা শুধুমাত্র ‘ভোটের দিন’র মধ্যে নির্দিষ্ট করা হচ্ছে।
এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১(ক) উপধারায় ‘নির্বাচন’ শব্দের পরিবর্তে ‘ভোটগ্রহণ’ শব্দ প্রতিস্থাপনসহ কয়েকটি সংশোধনী পাশ করতে গতকাল জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
একই বিষয়ে সমকালের শিরোনাম, ভোট বন্ধে খর্ব হচ্ছে ইসির ক্ষমতা। এতে বলা হয়েছে, অনিয়মের কারণে ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা সীমিত করে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট, ২০২৩ সংসদে উত্থাপন করা হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী আইনে এই সংশোধনী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
দ্য ডেইলি স্টারের শিরোনাম, ‘EC’s power to scrap polling to be curtailed, RPO amendment bill placed in JS’। এতে বলা হয়েছে, গতকাল সংসদে তোলা গণপ্রতিনিধিত্ব আদেশ ২০২৩ পাস হলে নির্বাচন কমিশনের ক্ষমতা কমে আসবে।
ষড়যন্ত্রের কারণে আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জের-বণিকবার্তার শিরোনাম এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে এই খবরে বলা হয়েছে যে, নানামুখী ষড়যন্ত্রের কারণে আগামী নির্বাচনটা চ্যালেঞ্জের হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি।
তাই দলীয় নেতাকর্মীদের সেভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গণভবনে গতকাল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক।
আগামী নির্বাচন চ্যালেঞ্জের, দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী– শিরোনামের খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনটা একটা চ্যালেঞ্জ, কারণ নানা ধরণের চক্রান্ত-ষড়যন্ত্র হয়।
বিদেশি রাষ্ট্রদূতরা সীমারেখা অতিক্রম করলে ব্যবস্থা– দৈনিক সংবাদের শিরোনাম এটি। এতে বলা হয়েছে, বিদেশি রাষ্ট্রদূতরা তাদের দায়িত্বের সীমারেখা অতিক্রম করলে সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আগের দিন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরির বিএনপির নেতা ও প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন।
রাষ্ট্রদূতের এ তৎপরতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল কি-না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল রাষ্ট্রদূতদের কাজের ‘সীমারেখা’ নিয়ে কথা বলেন।
এনিয়ে সমকাল তাদের সংবাদ শিরোনামে বলেছে, কারও কাছে ধরনা দিয়ে সম্পর্ক নয়। এতে বলা হয়েছে, যেকোনো যেদেশের সাথে সম্পর্কের চেয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ আওয়ামী লীগের কাছে আগে।
দলটি এ নীতিতে বিশ্বাস করে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, বিদেশি কারও কাছে ধরনা দিয়ে অথবা কারও চাপে পড়ে সম্পর্ক শেষ পর্যন্ত ধরে রাখতেই হবে- দেশকে পেছনে ফেলে দেওয়ার এমন নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না।
মাসে লোকসান ৩০০ কোটি, বন্ধ পায়রা বাড়বে লোডশেডিং– এমন শিরোনাম করেছে দেশরূপান্তর। এতে বলা হয়েছে, অবশেষে বন্ধ হয়ে গেল দেশের সর্ববৃহৎ পটুয়াখালীর পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।
গতকাল সোমবার দুপুরে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ২০২০ সালে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করার পর এবারই প্রথম কয়লা সংকটে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হলো।
বন্ধ হয়ে গেলো পায়রা, বাড়বে লোডশেডিং-এটিকে প্রধান শিরোনাম করেছে সংবাদ পত্রিকা। এতে বলা হয়েছে, ডলার সংকটের কারণে সময়মতো কয়লা আমদানি করতে না পারায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন।
দ্য নিউ এইজ পত্রিকার শিরোনাম, ‘Largest power plant closed’। এতে বলা হয়েছে, জ্বালানি বিল পরিশোধ করতে না পারায় কয়লা সংকটে প্রথম ইউনিট বন্ধ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে গেলো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পায়রার দ্বিতীয় ইউনিটও।
এই কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ছিল ১৩২০ মেগাওয়াট।
প্রথম আলোর শিরোনাম, গ্রামে লোডশেডিং হচ্ছে ১০ ঘণ্টাও। এতে বলা হয়েছে, দেশের প্রায় সব গ্রামে বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড দিনে চাহিদার তুলনায় ৩০ শতাংশ কম বিদ্যুৎ পাচ্ছে।
অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চাহিদার অর্ধেকে নেমে এসেছে। এতে লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে ১০ ঘণ্টার বেশি।
লোডশেডিং এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার খবর প্রায় প্রতিটি সংবাদপত্রেই এসেছে। লোডশেডিংসহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক শব্দে সংবাদের শিরোনাম করেছে মানবজমিন।
পত্রিকাটির শিরোনাম, ‘নাকাল’। এই খবরটিতে বলা হয়েছে, নানামুখী সংকটে মানুষ। উচ্চ মূল্যস্ফীতিতে জেরবার জীবন।
অস্বাভাবিক দাবদাহে দুঃসহ সময়ে লোডশেডিং যন্ত্রণায় নির্ঘুম রাত কাটছে অনেকের। গরমের কারণে ছেদ পড়ছে কোমলমতিদের শিক্ষা কার্যক্রমে।
রাজধানীর বাসিন্দাদের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। নানা সংকটের মধ্যে নাগরিকদের এখন বেশি ভোগাচ্ছে তীব্র গরম আর অসহনীয় লোডশেডিং।
টানা তাপদাহের কারণে পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। উল্টো দুঃসংবাদ হয়ে এসেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার খবর।
১১ বছরে সর্বোচ্চ, মে মাসে মূল্যস্ফীতি হয়েছে ৯.৯৪%– বণিকবার্তার সংবাদ শিরোনাম।
এতে বলা হয়েছে, দেশে মে মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ, যা গত ১১ বছরের মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গতকাল এ তথ্য জানিয়েছে।
এর আগে ২০১২ সালের মার্চে ১০ দশমিক ১০ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। এরপর আর কখনো ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্য প্রকাশের এ সূচকটি দুই অংকের ঘরে যায়নি।
দ্য ডেইলি স্টারের শিরোনাম, ‘Deprived of funds, airlines cut flights’। এই খবরটিতে বলা হয়েছে, টার্কিশ এয়ারলাইন্স দিনে দুই বার ফ্লাইট পরিচালনা করতো।
কিন্তু গত এক বছর ধরে এই এয়ারলাইন্সটি দিনে একবার করে ফ্লাইট পরিচালনা করে আসছে। কারণ ঢাকায় টিকেট বিক্রি এবং পণ্য পরিবহণ করে আয়কৃত ২৪ মিলিয়ন ডলার এয়ারলাইন্সটি দেশে পাঠাতে পারছে না।
একই অবস্থা আরো কয়েকটি বিদেশি এয়ারলাইন্স যথা সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালিন্দো এয়ার, কুয়েত এয়ারওয়েজ, এবং ক্যাথে প্যাসেফিকেরও।
ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ নামে একটি সংস্থার নেতারা বলেছেন যে, এই এয়ারলাইন্সগুলো তাদের আয় করা অর্থ দেশে ফিরিয়ে নিতে পারছে না। যার কারণে কমে গেছে ফ্লাইট।
অন্যান্য খবর
৫ দিনের ব্যবধানে দেশ দ্বিতীয় দফায় তীব্র তাপপ্রবাহের মুখে– বণিক বার্তার শিরোনাম। এতে বলা হয়েছে, মে মাসের মাঝামাঝি থেকেই চড়ছে তাপমাত্রার পারদ।
এর মধ্যে ১৯শে মে শুরু হয় মাঝারি ও তীব্র তাপপ্রবাহ, চলে ২৩ মে পর্যন্ত। বিভিন্ন এলাকায় বৃষ্টি হলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে।
কিন্তু পাঁচদিন যেতে না যেতেই ২৯ মে থেকে আবার তাপপ্রবাহের মুখে পড়ে দেশ। মাঝারি ও তীব্র সেই প্রবাহটি আরো সপ্তাহখানেক স্থায়ী হতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত– সংবাদ পত্রিকার শিরোনাম এটি। এই খবরে বলা হয়েছে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইউসুফ আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল ভোরে পাটগ্রাম উপজেলার জগতবের ইউনিয়নের কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কিছু লোক ভারতীয় গরু পারাপার করার চেষ্টা করতে থাকে। এ সময় ভারতীয় বিএসএফ গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে সেখানে নিহত হন।
৮ প্রকল্পের মেয়াদ, ব্যয় বাড়ানোর প্রস্তাব, কালেরকণ্ঠের শিরোনাম এটি। এতে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) হঠাৎ বাড়ছে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব।
এই প্রবণতা অর্থবছরের শেষে বেশি দেখা যায় বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ মঙ্গলবার চলতি অর্থবছরের ১৪তম একনেক সভায় ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উঠছে।
এগুলোর মধ্যে মেয়াদ অথবা ব্যয় বাড়তে পারে, এমন প্রকল্প আছে আটটি।
জামায়াতকে ভিন্ন নামে আসন দেবে আ’লীগ, জাপাকে দেবে বাড়িয়ে-সমকালের শিরোনাম এটি। এতে বলা হয়েছে, আওয়ামী লীগের সমালোচনায় আবারও মুখর হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
তার অভিযোগ, ক্ষমতাসীন দল ভোট ছাড়া সংসদীয় আসন ভাগাভাগির ছক কষছে। তিনি বলেছেন, “রাজনীতির মাঠে কথা আছে, জামায়াতকে বিভিন্ন নামে কিছু সিট দেবে আওয়ামী লীগ।
জাতীয় পার্টিকেও কিছু সিট বদেবে। আমাদের বলা হয়, আপনারা আরও সংগঠিত হন, আরও বেশি সিট দেবে।”