যুক্তরাষ্ট্রে সব ধরনের সরকারি ফোন থেকে ভিডিও শেয়ারিং-এর জনপ্রিয় অ্যাপ টিকটক ডিলিট করার জন্য সরকারের সকল চাকুরিজীবীকে নির্দেশ দেওয়ার পর চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।
সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং কানাডাও সরকারি ডিভাইসে টিকটককে নিষিদ্ধ করেছে।
সারা পৃথিবীতে টিকটক ডাউনলোড হয়েছে সাড়ে তিনশ কোটি বার।
কিন্তু এই সামাজিক মাধ্যম অ্যাপটির প্রতি নজর পড়েছে পশ্চিমা সরকারগুলোর। তারা আশংকা করছে যে চীনা সরকারের নীতির কারণে এই অ্যাপটি গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহৃত হতে পারে।
সম্প্রতি বেশ কিছু দেশ তাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে এই টিকটকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিধিনিষেধ আরোপ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নে।
বেজিং তাদের ভাষায় ‘মুক্তবাজার অর্থনীতির দেশগুলোর এই ভন্ডামির’ সমালোচনা করেছে।
এ নিয়ে বিবিসির জেমস ক্লেটনের রিপোর্ট।