হোম প্রযুক্তি ইন্টারনেট ওয়াইফাই রাউটার লাগিয়েও ইন্টারনেট কানেকশন সমস্যা

ওয়াইফাই রাউটার লাগিয়েও ইন্টারনেট কানেকশন সমস্যা

How to get rid of connection problem in laptop smartphone even with Wi-Fi router at home?

0
ওয়াইফাই রাউটার

ওয়াইফাই রাউটার কানেকশন সমস্যার মুক্তি মিলবে কীভাবে?

ইন্টারনেট পরিষেবা এখন প্রায় প্রত্যেকের কাছেই জরুরি। কাজের সময় যাতে উচ্চ গতির ইন্টারনেট পাওয়া যায়, তার জন্য বাড়িতে ওয়াইফাই রাউটার নিয়েছেন।

কিন্তু তাতেও কোনও ফল পাচ্ছেন না। কিন্তু এই যে মাঝেমধ্যেই ডিসকানেক্ট হয়ে যায়, সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছেন?

কাজের সময় যাতে উচ্চ গতির ইন্টারনেট পাওয়া যায়, তার জন্য বাড়িতে ওয়াইফাই রাউটার নিয়েছেন। কিন্তু তাতেও কোনও ফল পাচ্ছেন না।

কাজ হোক বা সিনেমা দেখা, বারবার রাউটারের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ল্যাপটপ, স্মার্টফোন।

হফঘ

ইন্টারনেট পরিষেবা এখন প্রায় প্রত্যেকের কাছেই জরুরি। অনলাইনে যে কোনও কাজ থেকে শুরু করে বিনোদনের যাবতীয় উপকরণ রয়েছে সেখানে।

ফলে বাড়িতেও হাই স্পিড ইন্টারনেট পরিষেবার জন্য অনেকেই রাউটার কেনেন।

কিন্তু এই যে মাঝেমধ্যেই ডিসকানেক্ট হয়ে যায়, সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছেন? রাউটারের সমস্যা সমাধান হবে কীভাবে? চলুন জেনে নেওয়া যাক এমনটা কেন হচ্ছে।

মূলত রাউটারের অ্য়ান্টেনার জন্য এই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সবার প্রথমে প্রতিদিন নিয়ম করে 10 মিনিট রাউটার বন্ধ রাখুন।

তার পরেও সমস্যা না মিটলে স্থানীয় কোনও দোকান থেকে রাউটারের অ্য়ান্টেনা বদলে নিন।

এছাড়াও রাউটারের খুব কাছাকাছি ব্লুটুথ ডিভাইস না রাখাই ভাল। যদি থাকে, তাহলে তা সরিয়ে দিন।

প্রয়োজনে রাউটারের জায়গাও বদল করতে পারেন। তাহলে এই সমস্যার সমাধান সম্ভব।

যে ঘরে আপনি কাজ করেন, সেই ঘরেই রাউটার রাখুন। সর্বোচ্চ গতিবেগের জন্য যতটা সম্ভব উচ্চস্থানে ঝুলিয়ে রাখুন যন্ত্রটিকে।

দেওয়ালের উপর দিকে টাঙিয়ে বা বইয়ের তাকের মাথায় রাখতে পারেন রাউটার।

তবে এখানে খেয়াল রাখুন, যাতে যন্ত্রটি কোনওভাবে পড়ে না যায়। তাছাড়া রাউটারের অ্যান্টেনাগুলিকে বিভিন্ন দিকে ঘুরিয়ে রাখুন, যাতে ঘরের অন্যান্য স্থানের রেডিও সিগন্যাল গিয়ে পৌঁছে যায়।

এই বিষয়গুলি মাথায় রাখলে সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তারপরেও সমস্যা থাকলে আপনার রাউটারটি রিসেট করে নিন।

ইন্টারন্যাল বা সার্কিটগত কোনও সমস্যা থাকলে এর মাধ্যমে সমাধান হয়ে যাবে।

মতামত নাই

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version