হোম বাংলাদেশ ঢাকা ঢাকায় চিহ্নিত হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন ; এগুলো কি ভাঙতে হবে?

ঢাকায় চিহ্নিত হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন ; এগুলো কি ভাঙতে হবে?

0
বেইলি রোডে আগুনে পুড়ে যাওয়া ভবনটি দেখছেন সে রাতে আগুন থেকে বেঁচে ফেরা একজন

বেইলি রোডের ভবনে যখন আগুন লাগে তখন এটির ষষ্ঠ তলায় ছিলেন ঢাকার সজল রায়। আগুন থেকে বের হবার পথ পাচ্ছিলেন না তিনি। নামার সিঁড়ি ছিল ধোঁয়ায় আচ্ছন্ন। আলাদা কোনো জরুরি নির্গমন পথ ছিল না।

মি. রায় কোনোমতে সিঁড়ি বেয়ে ছাদে উঠে পড়েন। কিন্তু সেখান থেকেও নামার কোনো উপায় ছিল না।

শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ক্রেন গিয়ে আটকে পড়া অন্যদের সঙ্গে তাকে উদ্ধার করে।

ঢাকায় চিহ্নিত হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন

“কার্নিশ বেয়ে বেয়ে দুয়েকজন নেমে গেছে। একজন নামতে গিয়ে পড়েও গিয়েছিলো। কিন্তু আমি সে সাহস করিনি। ফায়ার সার্ভিস আসার পর ফ্লোরের কাঁচ ভেঙে এবং আরো কিছু ভেঙে আমাদের নামানোর ব্যবস্থা করে। আর কোনো পথ ছিল না,” বলছিলেন সজল রায়।

ঢাকায় যেসব বহুতল ভবন বা মার্কেট আছে সেখানে অনেক ক্ষেত্রেই আগুন লাগলে বের হওয়ার জন্য আলাদা করে জরুরি নির্গমন সিড়ি থাকে না।

কোথাও কোথাও আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থাও নেই।

আবার যেসব ভবন রেস্টুরেন্ট চালানোর মতো করে তৈরি হয়নি, সেখানেও রেস্টুরেন্ট হয়ে ভবনগুলোকে অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

বেইলি রোডের ঘটনার পর রাজউক, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা এখন অভিযান চালাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভবন বা রেস্টুরেন্ট পেলে সেগুলো সিলগালাও করে দেয়া হচ্ছে।

কিন্তু অগ্নিঝুঁকিতে থাকা এসব ভবনের কী হবে?

সেগুলো কি ভেঙে ফেলতে হবে?

নাকি ভেঙে না ফেলেও ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করা সম্ভব? এমন নানা প্রশ্ন ঘিরে এখন আলোচনা হচ্ছে।

ঝুঁকিপূর্ণ ভবন কি ভাঙতে হবে?

ফায়ার সার্ভিসের হিসেব মতে, ঢাকায় অগ্নিঝুঁকিতে আছে এরকম ভবনের সংখ্যা ২ হাজার ৬০০ টিরও বেশি। তবে সংখ্যাটা বাস্তবে আরো বেশি হবে কারণ খোদ ফায়ার সার্ভিস বলছে ঢাকার সবগুলো ভবন তাদের জরিপে আসেনি।

কিন্তু ভবন ঝুঁকিপূর্ণ হলেই সেটি ভাঙতে হবে এমনটা নয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, যেসব বহুতল ভবন আগুনের ঝুঁকিতে আছে সেগুলোতে কিছু পরিবর্তন এনেই ঝুঁকিমুক্ত করা যায়।

তিনি বলেন, “এখানে মূল বিষয়টা হচ্ছে যে ভবনের অগ্নিনিরাপত্তা বাড়াতে হবে। আপনি যে ভবনেই থাকেন, সেখানে সহজে বের হওয়ার রাস্তা আছে কি না সেটা গুরুত্বপূর্ণ। বহুতল ভবনে একাধিক সিঁড়ি রাখতে হয়। সেটা যদি না থাকে তখন সিড়ির ব্যবস্থা করতে হবে। অনেক সময় ভবনের বাইরেও আলাদা করে সিঁড়ি যুক্ত করা যায়। এছাড়া ফায়ার ডোর দিতে হবে, যেন আগুনটা সিঁড়িতে চলে আসতে না পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ।”

যে বহুতল ভবনে একাধিক সিঁড়ি নেই, সেখানে ভবনের বাইরের অংশেও সিঁড়ি যুক্ত করা যায়। যা ফায়ার এক্সিট হিসেবে ব্যবহার হবে।
ছবির ক্যাপশান, যে বহুতল ভবনে একাধিক সিঁড়ি নেই, সেখানে ভবনের বাইরের অংশেও সিঁড়ি যুক্ত করা যায়। যা ফায়ার এক্সিট হিসেবে ব্যবহার হবে।

তিনি বলেন, সিঁড়ি এবং ছাদ দুটোকেই ফাঁকা রাখতে হবে এবং ছাদ থেকে যেন সহজে উদ্ধার করা যায় সেরকম ব্যবস্থা থাকতে হবে। অনেক ক্ষেত্রেই ফায়ার লিফট আছে যেটা আগুন কিংবা বিদ্যুৎহীন অবস্থাতেই চলে। সেটা ভবনে যুক্ত করা যাবে।

তবে যেসব ভবনে এগুলো করার মতো অবস্থা নেই, যাচাই করে সেগুলোর বিষয়ে করণীয় নির্ধারণ করতে হবে রাজউককে।

আবাসিক ভবন থেকে রেস্টুরেন্ট সরাতে হবে

বাংলাদেশে এখন অনেক আবাসিক ভবনে রেস্টুরেন্ট গড়ে উঠেছে। বাণিজ্যিক ভবনেও রেস্টুরেন্ট হচ্ছে। যদিও বাণিজ্যিক হলেও ভবনের ডিজাইন এবং অনুমোদন মূলত অফিস বা অন্য বাণিজ্যিক কার্যক্রমের জন্য করা হয়ে থাকে, রেস্টুরেন্টের জন্য নয়।

ফলে এসব ভবন থেকে রেস্টুরেন্টগুলো সরিয়ে নিলেই ঝুঁকি বহুগুণে কমে যাবে বলে জানাচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান।

তবে তিনি সব ধরনের ভবনেই অবস্থা এবং ব্যবহার বুঝে বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপন সরঞ্জাম ব্যবহারের কথাও বলছেন।

“আগুনের একটা বড় উৎস বৈদ্যুতিক লাইন এবং সংযোগ। এক্ষেত্রে মানসম্মত ক্যাবল লাগাতে হবে। পুরনো লাইন নতুন করতে হবে। লাইনগুলো সিল করে দিতে হবে যেন লাইন দিয়ে আগুন এক ঘর থেকে আরেক ঘরে না যেতে পারে।”

“গ্যাসের লাইন চেক করতে হবে নিয়মিত। সাধারণ রান্নাঘর আর রেস্টুরেন্টের রান্নাঘর, গ্যাস সংযোগ, লোড ক্যাপাসিটি ইতাদি ভিন্ন হয়। সেগুলো ঠিক না থাকলে ঠিক করতে হবে। তাহলে এমনিতে ঝুঁকি কমবে। এছাড়া স্মোক ডিটেক্টর, ফায়ার এক্সটিংগুইশারসহ নানারকম যন্ত্রপাতি আছে, সেগুলো ব্যবহার করতে এবং ট্রেনিং থাকতে হবে,” বলছিলেন আলী আহমেদ খান।

ঝুঁকিপূর্ণ ভবন খুঁজবে কে?

নগর পরিকল্পনাবিদরা বলছেন এক্ষেত্রে রাজউককেই দায়িত্ব নিতে হবে। যদিও একের পর এক অগ্নিদুর্ঘটনা ঘটলেও সংস্থাটি থেকে এর আগে সে উদ্যোগ দেখা যায়নি।

যে ভবনে রেস্টুরেন্ট থাকার কথা নয়, সেখানে রেস্টুরেন্ট গড়ে উঠলেও রাজউক সেটি নজরদারির ব্যবস্থা নিতে পারেনি বলেও অভিযোগ।

তবে এখন রাজউক তো বটেই সিটি করপোরেশন এবং অন্যান্য সংস্থাগুলোর তরফেও অভিযান দেখা যাচ্ছে।

চাপে পড়ে রাজউকও এখন বলছে, শিগগিরই ঢাকার অগ্নিঝুঁকিতে থাকা ভবন চিহ্নিত করার কাজ শুরু করবে তারা। কিন্তু সংস্থাটির কি সে সক্ষমতা আছে? এর উত্তরে রাজউক বলছে, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ করা হবে তৃতীয় পক্ষকে দিয়ে।

জানতে চাইলে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলছেন, ঢাকার ৮টি জোন অফিসে ৮টি পরামর্শক প্রতিষ্ঠানকে এ কাজের জন্য নিয়োগ দেয়া হবে।

“এসব প্রতিষ্ঠান সরেজমিন নিজ নিজ এলাকায় প্রতিটি ভবন পরিদর্শন করবে। প্রয়োজনে বিস্তারিত ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করবে। তারাই ভবনগুলোর সেফটি প্রটোকল দিয়ে দেবে যে, কী কী করতে হবে। আর যেগুলো অতি ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলোতে আমরা নোটিশ টাঙিয়ে দিবো, যেন সাধারণ মানুষ সেখানে না যায়।”

ছবির ক্যাপশান, ঢাকায় রাজউকের অভিযানে একটি ভবনের নকশা যাচাই করছেন কর্মকর্তারা

সমন্বয় করবে কে?

তবে এরপরও আরেকটি বড় চ্যালেঞ্জ আছে। সেটি হচ্ছে, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা।

কারণ অনেকক্ষেত্রেই রাজউক যেসব ভবনে আবাসিক কিংবা অফিসের অনুমোদন দিচ্ছে, সেই একই ভবনে রেস্টুরেন্টের জন্য ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে সিটি করপোরেশন। পানি, গ্যাস, বিদ্যুতের সংযোগও দিচ্ছে অন্যান্য সেবা সংস্থাগুলো।

অবশ্য রাজউক এখন জানাচ্ছে, এসব সংস্থার মধ্যে সমন্বয়ের জন্য টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ বলেন, “আমরা সব প্রতিষ্ঠানকেই এখন চিঠি দিয়ে দেবো যে, রাজউকের নকশায় ভবেনের যে ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়েছে, সিটি করপোরেশন বা অন্য কেউ যখন ট্রেড লাইসেন্স দেবে কিংবা পানি/গ্যাস/বিদ্যুতের সংযোগ দেবে, তারা যেন রাজউকের অনুমোদন দেখেই ব্যবস্থা নেয়।

সেটা হলে এক ব্যবহারের অনুমোদন নিয়ে অন্য কাজে কেউ ভবন ব্যবহার করতে পারবে না। ফলে ঝুঁকি কমবে।”

রাজউক এবারও আশা দেখাচ্ছে। যদিও আগুনের ঘটনা বাংলাদেশে নতুন নয়। কিন্তু শেষ পর্যন্ত অগ্নিনিরাপত্তা না মানা ভবনগুলোর বিরুদ্ধে রাজউক কতটা, কী করতে পারে তার উপরই নির্ভর করছে সংস্থাটির উদ্যোগ কতটা সফল হবে।

মতামত নাই

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version