বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে অবনতি বাংলাদেশের – দেশ রুপান্তরের খবর। এতে বলা হয় বিশ্ব গণতান্ত্রিক সূচকে দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। ২০২৩ সালে বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে ৫ দশমিক ৮৭ স্কোর নিয়ে ৭৫তম স্থানে জায়গা হয়েছে বাংলাদেশ।
বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে অবনতি বাংলাদেশের
বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট সাময়িকীর ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রকাশিত ডেমোক্রেসি ইনডেক্স ২০২৩-এ এমনটিই বলা হয়েছে।
ইনটেলিজেন্স ইউনিটের এই সূচক পাঁচটি মানদণ্ড-নির্বাচনী প্রক্রিয়া ও বহুদলীয় ব্যবস্থা, সরকারের কর্মকাণ্ড, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশ্বের ১৬৫ দেশ ও দুটি অঞ্চলের গণতন্ত্র পরিস্থিতি মূল্যায়ন করে ১০ স্কোরের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়।
নির্বাচনে কিছু আন্তর্জাতিক মানদন্ড পূরণ হয় নি – যুগান্তরের শিরোনাম এটি। বিস্তারিত হল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামগ্রিকভাবে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি।
নাগরিক ও রাজনৈতিক অধিকার, সমাবেশ, আন্দোলন, বক্তৃতা ইত্যাদি অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য। কিন্তু বাংলাদেশের নির্বাচনে তা সীমাবদ্ধ ছিল।
বিচারিক কার্যক্রম এবং গণগ্রেফতারের কারণে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশনের চূড়ান্ত রিপোর্টে এসব কথা বলা হয়েছে। শুক্রবার ইইউর ওয়েবসাইটে রিপোর্টটি প্রকাশিত হয়।
ইসির ভুল, নাগরিকের খেসারত জাতীয় পরিচয়পত্র নিয়ে আজকের পত্রিকার প্রধান শিরোনাম।
বলা হয় সাড়ে তিন লাখের মতো নাগরিকের এনআইডি সংশোধনের আবেদন ইসিতে জমা পড়ে আছে মাসের পর মাস, বছরের পর বছর। অ
থচ জাতীয় পরিচয়পত্র ও সংরক্ষিত তথ্য-উপাত্ত (সংশোধন, যাচাই ও সরবরাহ) প্রবিধানমালা ২০১৪-এ উল্লেখিত জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য-উপাত্তে মুদ্রণজনিত ভুল সংশোধন অংশে বলা হয়েছে, এনআইডি সংশোধনের আবেদন করার পর জরুরি হলে সাত কার্যদিবস, আর সাধারণ ফি দিয়ে আবেদন করলে তা ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হয়।
সঞ্চয়পত্রের চেয়ে বেশি সুদ এখন ব্যাংকে – প্রথম আলোর শিরোনাম।
বলা হচ্ছে ব্যাংকঋণের সুদের হার বাড়ছে। কোনো কোনো ব্যাংকে ঋণের সুদের হার ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। এর প্রভাবে ব্যাংকগুলো আমানতের সুদহারও বাড়াতে শুরু করেছে।
মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি, ঋণ আদায়ে মন্দা ও ভাবমূর্তি সংকটের কারণে কিছু ব্যাংক আগে থেকেই তারল্যসংকটে ছিল। তারা বাড়তি সুদ দিয়ে আমানত সংগ্রহ করছিল।
এখন মোটামুটি সব ব্যাংক আমানতের সুদহার বাড়িয়েছে। ফলে ব্যাংকে টাকা জমা রেখে ভালো মুনাফা পাওয়া যাচ্ছে। এমনকি কোনো কোনো ব্যাংক সঞ্চয়পত্র ও বন্ডের চেয়েও বেশি সুদ দিচ্ছে।
এসব ব্যাংক তারল্যসংকটে রয়েছে। তারা অনেকটা বেপরোয়াভাবে টাকা সংগ্রহের চেষ্টা করছে।
আঙ্গুর, আপেল, মাল্টায় কেজিতে দাম বেড়েছে একশ টাকা পর্যন্ত – দৈনিক মানবজমিনের শিরোনাম এটি। বলা হচ্ছে রমজান ও ইফতারকে কেন্দ্র করে প্রতি বছর খেজুরসহ আমদানিকৃত ফলের ঊর্ধ্বগতি দেখা যায় বাজারে।
এ বছরও খেজুরের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আমদানিকৃত বিদেশি ফল আঙ্গুর, আপেল, মাল্টাসহ কমলার দাম।
সরেজমিন রাজধানীর কাজীপাড়া ও কাওরান বাজার ঘুরে দেখা যায়, গত রমজান থেকে এক বছরে কেজিতে মাল্টার দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত।
এই হিসাবে বছর ঘুরতে মাল্টার দাম ৪৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। আমদানিকারকরা বলছেন, ডলার সংকট, সরকারি ট্যাক্স, সঠিক সময়ে দেশে পণ্য না আসায় ফলের দাম বেড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতি বছরে রমজানে আমদানিকৃত ফলে ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে দাম বাড়িয়ে দেন। বাড়তি মূল্যের কারণে ইফতারে ফল কিনে খাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ভোক্তাসাধারণ।
ওষুধের দাম গড়ে ৩৫% বেড়েছে – কালের কন্ঠের প্রধান শিরোনাম এটি।
এতে বলা হয় বাতের চিকিৎসায় খাদ্য সম্পূরক হিসেবে ব্যবহৃত ‘আর্থ-এ টিএস’ ট্যাবলেট কয়েক দিন আগেও ২০ টাকা করে পাওয়া গেলেও এখন প্রতিটির দাম বেড়ে হয়েছে ৩০ টাকা।
অর্থাৎ ট্যাবলেট প্রতি দাম বেড়েছে প্রায় ৬৬ শতাংশ। এ ছাড়া বেড়েছে সর্দিজ্বর, চর্মরোগ, অ্যালার্জি, শ্বাসনালির সংক্রমণ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের ওষুধের দাম।
দেখা গেছে, ওষুধের দাম সর্বনিম্ন ২০ শতাংশ এবং সর্বোচ্চ ৬৬ শতাংশ বেড়েছে। অর্থাৎ গড়ে দাম বেড়েছে ৩৫ শতাংশ।
দেশের ৫০০ এসিল্যান্ড অফিস মন্ত্রণালয়ের নজরদারিতে – নয়া দিগন্তের শিরোনাম এটি। খবরে বলা হয় দীর্ঘদিন ধরেই দেশের অধিকাংশ তহসিল ও এসিল্যান্ড অফিস অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ খোদ সেবা গ্রহীতাদের।
এসব অফিস থেকে ঘুষ, অনিয়ম দুর্নীতি কমিয়ে কাঙ্খিত সেবা দেয়ার লক্ষ্য ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অফিসগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক কার্যক্রম নানা কৌশলে কঠোরভাবে নজরদারির মধ্যে আনা হয়েছে।
এরই অংশ হিসেবে মাঝেমধ্যে দেশের বিভিন্ন জেলার তহসিল ও এসিল্যান্ড অফিস ভিজিট করার পরিকল্পনা করছেন ভূমিমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
আর এই পরিদর্শনের সময় যদি কারো (কর্মকর্তা-কর্মচারী) বিরুদ্ধে সেবা গ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেয়া সংক্রান্ত কোনো ধরনের অভিযোগ উঠে তাহলে সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আজ কুমিল্লা ও ময়মনসিংহ এই দুই সিটি কর্পোরেশনে নির্বাচন। এ নিয়ে শিরোনাম করেছে বিভিন্ন পত্রিকা। কালবেলার শিরোনাম কারা হচ্ছেন দুই সিটির মেয়র।
বলা হচ্ছে জাতীয় নির্বাচনের ডামাডোল শেষে স্থানীয় সরকার নির্বাচনের উৎসব শুরু হচ্ছে। ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের আরও ২৩১টি প্রতিষ্ঠানে ভোট গ্রহণ হবে আজ শনিবার।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রার্থীদের প্রচারও শেষ হয়েছে। ময়মনসিংহে মেয়র পদে পাঁচজন এবং কুমিল্লা সিটির উপনির্বাচনে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় সরকারে এবার দলীয় প্রতীক না থাকায় নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আভাস পাওয়া গেছে।
First city polls under new AL govt today-অর্থাৎ নতুন আওয়ামী লীগ সরকারের অধীনে আজ প্রথম সিটি নির্বাচন।
ডেইলি স্টারের এই খবরে বলা হয় আওয়ামী লীগের সরকার গঠনের ঠিক দুমাস পর আজ ময়মনসিংহ ও কুমিল্লা তাদের মেয়র এবং কাউন্সিলরদের বেছে নেবে।
কুমিল্লায় লড়াইটা হবে আওয়ামী লীগের এমপি কন্যা এবং বহিষ্কৃত দুই বিএনপি নেতার মধ্যে। আর ময়মনসিংহে মুখোমুখি দুই আওয়ামী লীগ নেতা।
Irregular migration from Bangladesh rises – ইরেজি দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম এটি।
খবরে বলা হয় বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ইউরোপের বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াতে পাড়ি দেয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
অভিবাসী বিশেষজ্ঞরা বলছেন এতে প্রচুর শ্রমিকের যাত্রাপথে মারা যাওয়া, আটক হওয়াসহ অর্থনৈতিক ক্ষতির পর সব হারিয়ে তাদের ঘরে ফিরতে হচ্ছে।
দ্য ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি বা ফ্রন্টেক্স জানিয়েছে ২০২৩ সালে তারা অন্তত ৩,৩৭,০০৮ জনকে বাংলাদেশ থেকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে ঢোকার সময় শনাক্ত করেছে।
জাপার নামেই রওশনের কাউন্সিল আজ, ভাঙছে কার্যত নির্বাচনের জেরে
– ইত্তেফাকের শিরোনাম এটি। জাতীয় পার্টির (জাপা) নামেই আজ শনিবার দলের দশম জাতীয় সম্মেলন করছেন দলটির ‘স্বঘোষিত চেয়ারম্যান’ এবং গঠনতান্ত্রিকভাবে এখনও প্রধান পৃষ্ঠপোষক পদে থাকা রওশন এরশাদ।
যদিও দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন – এই কাউন্সিলের সাথে জাপার কোন সম্পর্ক নেই।
সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির নির্বাচন ঘিরে দৈনিক সংবাদের শিরোনাম – হট্টগোল, ভোট গণনা স্থগিত, পুলিশের হেফাজতে ব্যালট।
বিস্তারিত বলা হয় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) নির্বাচনে দুদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের পর গণনাকে কেন্দ্র করে হট্টগোল-হাতাহাতির ঘটনায় গণনা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যালট সিলগালা অবস্থায় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
গত বুধবার ও বৃহস্পতিবার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়। কিন্তু শুক্রবার ভোরে সমিতি মিলনায়তনে হট্টগোল, বাদানুবাদ ও মারধরের মতো অপ্রীতিকর ঘটনা ঘটে।
জানা যায়, রাতেই ভোট গণনা করা হবে কি না, এ নিয়ে প্রার্থীদের মতবিরোধের জেরে হট্টগোল ও হাতাতির ঘটনায় কয়েকজন আইনজীবী আহত হন।
অন্যান্য খবর
অটোরিকশা ও বাইকে ধাক্কা বাসের, নিহত সাত – সমকালের শিরোনাম এটি। বলা হয় পিরোজপুরে বেপরোয়া গতির বাসের ধাক্কায় অটোরিকশা ও মোটরসাইকেলের সাত আরোহী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।
শুক্রবারদুপুর পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলায় এ দুঘৃটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে চারজন মারা যান। এছাড়া ফরিদপুরের ভাঙায় বাস উল্টে প্রাণ গেছে ৩ জনের।
এছাড়া আজ বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যেকার সিরিজের শেষ টি-টোয়েন্টি নিয়েও খবর ছেপেছে বেশিরভাগ পত্রিকা। বণিক বার্তা শিরোনাম করেছে – শ্রীলংকাকে প্রথমবার টি২০ সিরিজে হারানোর হাতছানি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো টি২০ সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশ ক্রিকেট দলের সামনে।
এর আগে চারটি দ্বিপক্ষীয় সিরিজ খেললেও কখনো ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। টাইগারদের সামনে এবার সেই সুযোগ। আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ।