হোম বাংলাদেশ সংরক্ষিত নারী আসনের শপথ আজ

সংরক্ষিত নারী আসনের শপথ আজ

The newly elected 50 members of Parliament of the 12th National Assembly reserved for women will be sworn in today. Speaker Shireen Sharmin Chowdhury will administer the oath to the newly elected members of parliament at 3:30 pm today in the oath chamber of Sangsad Bhavan.

0
জাতীয় সংসদ ভবন ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৫০ সংসদ সদস্যের শপথ হবে আজ।

সংসদ ভবনের শপথকক্ষে আজ বুধবার বেলা সাড়ে তিনটায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সংরক্ষিত নারী আসন এর শপথ

আওয়ামী লীগের ৪৮ সদস্য প্রথমে শপথ নেবেন। এরপর জাতীয় পার্টির দুই নারী সদস্যের শপথ নেওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন গতকাল মঙ্গলবার নারী আসনের এসব সংসদ সদস্যের নাম–ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে।

আগামী ১৪ মার্চ এই নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ছিল। প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। সরাসরি নির্বাচনে দল বা জোটগুলোর পাওয়া আসনের সংখ্যানুপাতিক হারে নারী আসন বণ্টন করা হয়।

১৪–দলীয় জোট ও স্বতন্ত্র ৬২ সদস্যের সমর্থন নিয়ে এবার আওয়ামী লীগ পেয়েছে ৪৮টি আর জাতীয় পার্টি পেয়েছে ২টি আসন।

৫০টি আসনে মোট ৫০ প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে সবার মনোনয়নপত্র বৈধ হয়েছিল।

এরপর নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় গত রোববার ৫০ জনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংরক্ষিত আসনের এই ৫০ নারী সংসদ সদস্য আজ শপথ নিচ্ছেন।

দেশ নিয়ে আরো পড়ুন।

উৎসঃ প্রথম আলো

মতামত নাই

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version