হোম বাংলাদেশ শাহজালাল বিমানবন্দর হচ্ছে আরো উন্নত

শাহজালাল বিমানবন্দর হচ্ছে আরো উন্নত

0
শাহজালাল বিমানবন্দর

শাহজালাল বিমানবন্দর কে আরো উন্নত করার লক্ষ্য। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বাংলাদেশকে করবে সহায়তা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: ইউএনবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক মান বজায় রাখতে কারিগরি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

শাহজালাল বিমানবন্দর এখন আন্তর্জাতিক ভাবে হতে যাচ্ছে আরো উন্নত

বাংলাদেশে নতুন আন্তর্জাতিক রুট স্থাপন এবং আঞ্চলিক এভিয়েশন হাবে (বিমান পরিবহনের কেন্দ্র) পরিণত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গতকাল সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে আন্তর্জাতিক ফ্লাইট সম্প্রসারণের জন্য শক্তিশালী বিমানবন্দর নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে মার্কিন দূতাবাস।

এ ছাড়া বাংলাদেশের এভিয়েশন খাতের আরও উন্নয়ন এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা হয়।

আলোচনার একটি উল্লেখযোগ্য বিষয় ছিল ঢাকা ও নিউইয়র্কের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা।

বাংলাদেশ বিমানকে এই রুটটি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত পিটার হাস।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) গাইডলাইন (নীতিমালা) অনুসরণ করে বাংলাদেশকে ক্যাটাগরি-১

এ উন্নীত করার লক্ষ্যে বেবিচক ও বিমানের বিভিন্ন প্রচেষ্টা সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে জানান বেবিচক চেয়ারম্যান।

উৎসঃ প্রথম আলো

যে কোনো বিষয়ে তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি তে লাইক করুন।

এমন সাধারন তথ্যবহুল লেখা পড়তে চাইলে এখানে ক্লিক করুন

মতামত নাই

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version