হোম বাংলাদেশ প্রস্তাবিত বাজেট ২০২৩ ধনী-গরিবের বৈষম্য বাড়াবে

প্রস্তাবিত বাজেট ২০২৩ ধনী-গরিবের বৈষম্য বাড়াবে

0
বাজেট বিরোধিত মানব বন্ধন

সরকার ঘোষিত বাজেটের তীব্র সমালোচনা করে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান বলেন, প্রস্তাবিত বাজেট ধনী-গরিবের বৈষম্য বাড়াবে। গোঁজামিলের এই বাজেট পাস হলে দেশের অর্থনৈতিক খাতে বিপর্যয় নেমে আসবে, জনদুর্ভোগ বাড়বে। ফলে এই বাজেট সমর্থনযোগ্য নয়।

শনিবার বেলা ১১টায় গণফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণবিরোধী বাজেটের প্রতিবাদ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেট পাস হলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয়ভার বাড়বে। বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ নেই। ফলে বাজারব্যবস্থা জনগণের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ঋণখেলাপি, অর্থ পাচার ও দুর্নীতি বন্ধে বাজেটে কোনো নির্দেশনা নেই।

মানববন্ধনে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী, মোশতাক আহম্মেদ, অ্যাডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ শাহ নূরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহমান খান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি মোহাম্মদ আলী বাদল, মহানগর উত্তরের সভাপতি এ কে এম শফিকুল ইসলাম প্রমুখ।

মতামত নাই

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version