হোম বিশ্ব আফ্রিকা আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ

আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ

Africa's largest mosque has been inaugurated in Algeria ahead of the holy month of Ramadan. The mosque was inaugurated on Monday by the country's president, Abdel Madjid Teboune. It is the third largest mosque in the world in terms of size.

0
আলজেরিয়ার জমা এল-জাজির মসজিদ| ফাইল ছবি: এপি

পবিত্র রমজান মাসের আগে আলজেরিয়ায় উদ্বোধন করা হয়েছে আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ ।

আজ সোমবার মসজিদটির উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট আবদেল মাদজিদ টেবোউনে। আকারের দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ এটি।

আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভূমধ্যসাগরের উপকূল ঘেঁষে নির্মাণ করা হয়েছে মসজিদটি। স্থানীয়ভাবে সেটি পরিচিত ‘জমা এল–জাজির’ মসজিদ নামে।

মসজিদটির মিনারের উচ্চতা ৮৬৯ ফুট। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার এটি।

আকারের দিক দিয়ে পবিত্র মক্কার মসজিদুল হারাম ও পবিত্র মদিনার মসজিদে নববির পরই জমা এল-জাজিরের অবস্থান।

একসঙ্গে সেখানে ১ লাখ ২০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। প্রায় ৭০ একর জমিতে ৭ বছরের বেশি সময় ধরে নির্মাণ করা হয়েছে মসজিদটি।

মসজিদটি সাজানো হয়েছে কাঠ ও মার্বেল পাথর দিয়ে। রয়েছে আরব ও উত্তর আফ্রিকার ঐতিহ্যবাহী কারুকাজের ছোঁয়া।

মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৯০ কোটি ডলার। চীনের একটি প্রতিষ্ঠানের সহায়তায় নির্মিত এ মসজিদে রাখা হয়েছে একটি হেলিপ্যাড।

রয়েছে সর্বোচ্চ ১০ লাখ বইয়ের ধারণক্ষমতার একটি গ্রন্থাগারও।

আজ মসজিদটির উদ্বোধন শুধুই আনুষ্ঠানিকতা ছিল। প্রায় পাঁচ বছর ধরে সেটি দেশি–বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে।

২০২০ সালের অক্টোবরে প্রার্থনার জন্য প্রথম মসজিদটি খুলে দেওয়া হয়। তবে করোনায় আক্রান্ত থাকায় সে সময় উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট আবদেল মাদজিদ টেবোউনে।

এই মসজিদের নির্মাণকাজ বারবার বিলম্বের মুখে পড়েছে।

নির্মাণের ব্যয়ও বেড়েছে কয়েক দফায়। মসজিদটি ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ এলাকায় নির্মাণ করা হয়েছে বলেও সমালোচনা রয়েছে। তবে এসব সমালোচনা উড়িয়ে দিয়েছে আলজেরিয়া সরকার।

সমালোচকেরা এটাও বলে থাকেন যে মসজিদটি নির্মাণের প্রকল্প মূলত হাতে নিয়েছিলেন আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বোউতেফ্লিকা।

দেশটিতে ২০ বছর ক্ষমতায় ছিলেন তিনি। পরে ২০১৯ সালে পদত্যাগ করতে বাধ্য হন। সে বছরই মসজিদটি উদ্বোধনের পরিকল্পনা ছিল তাঁর। তবে সে আশা আলোর মুখ দেখেনি।

প্রকাশনায়ঃ Al Jazeera

উৎসঃ প্রথম আলো

মতামত নাই

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version