হোম বিশ্ব কানাডায় ভারতীয় কূটনীতিকদের ভয়ভীতি দেখানো হয়েছিল: জয়শঙ্কর

কানাডায় ভারতীয় কূটনীতিকদের ভয়ভীতি দেখানো হয়েছিল: জয়শঙ্কর

India's Foreign Minister S Jaishankar said New Delhi expects action against those involved in the attacks on the Indian High Commission in London and the Indian Consulate in San Francisco last year. New Delhi also hopes that action will be taken against those involved in threatening Indian diplomats in Canada.

0
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর| ফাইল ছবি: রয়টার্স

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, গত বছর যুক্তরাজ্যের লন্ডনে ভারতীয় হাইকমিশন ও যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করে নয়াদিল্লি। পাশাপাশি কানাডায় ভারতীয় কূটনীতিকদের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে নয়াদিল্লির আশা।

ভারতীয় কূটনীতিকদের ভয়ভীতি দেখানো

জয়শঙ্কর গতকাল সোমবার এসব কথা বলেন। তিনি আরও বলেন, কানাডার নাগরিকদের ভিসা প্রদান ভারতকে স্থগিত করতে হয়েছিল, কারণ ভারতীয় কূটনীতিকদের বারবার নানাভাবে হুমকি ও ভয় দেখানো হয়েছিল। তাঁরা সে সময় কানাডার কাছ থেকে খুব কমই আশ্বাস পেয়েছিলেন।

গত বছরের সেপ্টেম্বরে ভারত সাময়িকভাবে কানাডার নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করেছিল।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করা একটি গুরুতর অভিযোগের কয়েক দিনের মাথায় এই পদক্ষেপ নিয়েছিল ভারত।

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিষয়ে প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন ট্রুডো।

ভারত ট্রুডোর অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে। এই ঘটনার জেরে অটোয়া-নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক তলানিতে চলে গিয়েছিল। কয়েক সপ্তাহ পর কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবা আবার চালু করে ভারত।

টিভি নাইন নেটওয়ার্ক আয়োজিত এক অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, তাঁরা আশা করেন, সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

লন্ডনে ভারতীয় হাইকমিশনে যাঁরা হামলা চালিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা আশা করছেন।

কানাডায় ভারতীয় কূটনীতিকদের যাঁরা হুমকি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থার প্রত্যাশা করে নয়াদিল্লি।

গত বছরের ১৯ মার্চ লন্ডনে ভারতীয় হাইকমিশনে খালিস্তানপন্থী কিছু ব্যক্তি হামলা করেন।

একই বছরের জুলাইয়ে সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছিল। ওই ঘটনার জন্য খালিস্তানপন্থীদের দায়ী করে ভারত।

নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে কানাডায় ভারতীয় কূটনীতিকেরা হুমকির মুখে পড়েন।

জয়শঙ্কর বলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকেরা নিরাপদে কাজ করতে না পারায় তখন ভিসা প্রদান স্থগিত করতে হয়েছিল।

ভারতীয় কূটনীতিকদের বারবার হুমকি দেওয়া হয়েছিল। তাঁদের বিভিন্ন উপায়ে ভয় দেখানো হয়েছিল। তাঁরা সে সময় কানাডার কাছ থেকে খুব কমই আশ্বাস পেয়েছিলেন।

উৎসঃ প্রথম আলো

প্রকাশনায়ঃ NDTV

মতামত নাই

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version