হলুদের আয়োজন অনেকে বাড়িতে করেন। তেহারি রাখতে পারেন খাবার তালিকায়।
গরুর তেহারি হলুদের অনুষ্ঠানে
উপকরণ:
- মাংস ২ কেজি
- পেঁয়াজকুচি ১ কাপ
- আদাকুচি ২ টেবিল চামচ
- আদাবাটা দেড় টেবিল চামচ
- রসুনবাটা ১ টেবিল চামচ
- পেঁয়াজবাটা সিকি কাপ
- মরিচগুঁড়া ১ চা-চামচ
- ধনেগুঁড়া ১ চা-চামচ
- জিরাগুঁড়া ১ চা-চামচ
- ছোট এলাচি ৬টি
- বড় এলাচি ১টি
- দারুচিনি ৩ টুকরা
- লবঙ্গ ৫টি
- জায়ফল অর্ধেকটা
- জয়ত্রী এক চিমটি (জায়ফল, জয়ত্রী একসঙ্গে বেটে নিন)
- আস্ত কাঁচা মরিচ ২০টি
- আস্ত গোলমরিচ ৮-১০টি
- শর্ষের তেল আধা কাপ
- লবণ স্বাদমতো।
পোলাও রান্নার উপকরণ:
- পোলাওয়ের চাল ১ কেজি
- শর্ষের তেল সিকি কাপ
- গরম পানি ৯ কাপ
- ঘন দুধ ১ কাপ।
রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার।
উতসঃ প্রথম আলো
যে কোনো বিষয়ে তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি তে লাইক করুন।
রান্না বিষয়ে আরো পড়তে চাইলে এখানে ক্লিক করুন