হোম অন্যান্য কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ ফুল ফ্রি

কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ ফুল ফ্রি

Qatar University is offering full free scholarships for foreign students. The university will offer this scholarship to Masters and Ph.D. Under the 'Qatar University Scholarship Program-2024', students from any country in the world including Bangladesh can apply for this scholarship.

0
কাতার ইউনিভার্সিটি| ছবিঃ কাতার ইউনিভার্সিটি ওয়েবসাইট।

কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ , আইএলটিএসে ৬ হলেই আবেদন করা যাবে।

বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে কাতার ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর ও পিএইচডিতে এ বৃত্তি দেবে।

‘কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম-২০২৪’-এর আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ এর সুবিধাদি

  • সম্পূর্ণ টিউশন ফি
  • আবাসন সুবিধা
  • বাৎসরিক ভাতা প্রদান
  • বিমানে যাতায়াতের টিকিট।

আবেদনের যোগ্যতা

  • স্নাতকোত্তরে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রিধারী এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে
  • সিজিপিএ-৪-এর মধ্যে ৩ থাকতে হবে
  • আইএলটিএস ব্যান্ডস্কোর ৬ থাকতে হবে
  • পিএইচডি প্রোগ্রামে আবেদন করার জন্য জিআরই অথবা জিম্যাট স্কোর থাকা প্রয়োজন।

প্রয়োজনীয় নথিপত্র

  • পাসপোর্ট
  • জাতীয় পরিচয়পত্রের কপি
  • একাডেমিক সব সনদ
  • দুটি রেফারেন্স লেটার
  • জীবনবৃত্তান্ত
  • আইএলটিএস স্কোরের সনদ
  • পিএইচডির ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল এবং
  • জিআরই/জিম্যাট স্কোরের সনদ/অন্যান্য পেপারস (যদি থাকে)।
ছবি টি কাতার ইউনিভার্সিটির ওয়েবসাইট হোম পেজ থেকে নেয়া।

আবেদনের প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ কাতারি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৫৪২ টাকা (১ কাতারি রিয়াল সমান ৩০.১২ বাংলাদেশি টাকা ধরে ২৫ ফেব্রুয়ারির হিসাবে)।

আবেদনের শেষ সময়

আগ্রহীরা আগামী ১৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষা বৃত্তি সম্পর্কে আরো জানুন

উৎসঃ প্রথম আলো

প্রকাশকঃ কাতার ইউনিভার্সিটি

মতামত নাই

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version