মেসির গোলে নিয়ে এলো সমতা যদিও ক্যালিফোর্নিয়ার কারসনের পুরো সন্ধ্যাটাই বলতে গেলে ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির।
মেজর লিগ সকারের ম্যাচটিতে ৯০ মিনিট পর্যন্ত ইন্টার মায়ামির ওপর ছড়ি ঘুরিয়েছে তারা। ১-০ গোলে এগিয়েও ছিল।
এরপরও তারা সন্ধ্যাটা জয়ের রঙে রাঙাতে পারেনি।
মেসির গোলে নিয়ে এলো সমতা
এর তো একটাই কারণ—ডেভিড বেকহামের মালিকানার দল ইন্টার মায়ামিতে যে আছেন লিওনেল মেসি!
তিনি যদি পুরো সময়ও ম্লান হয়ে থাকেন, এক মুহূর্তের ঝলকেই করে ফেলতে পারেন যেকোনো কিছু। বদলে ফেলতে পারেন ম্যাচের রঙ!
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক তেমনই এক ঝলকে বেকহামের সাবেক দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে ১-১ গোলে ড্র এনে দিয়েছেন মায়ামিকে।
ম্যাচে তখন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিট। মায়ামির সব আশা শেষ বলেই মনে হচ্ছিল। অন্যদিকে জয়ের উৎসব শুরুই করে দিয়েছিল এলএ গ্যালাক্সির সমর্থকেরা।
বার্সেলোনার আরেক সাবেক খেলোয়াড় সের্হিও বুসকেতসের ভুলে গ্যালাক্সি অবশ্য এগিয়ে যেতে পারত ম্যাচের শুরুর দিকেই।
নিজেদের বক্সের মধ্যে ফাউল করেছিলেন মায়ামির মিডফিল্ডার বুসকতেস। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যার্থ হন বার্সেলোনা থেকেই ২০২২ সালে গ্যালাক্সিতে নাম লেখানো রিকি পুচ।
৭৫ মিনিটে অবশ্য ভুল করেননি দেয়ান জোভেলিচ। অসাধারণ এক গোলে তিনি এগিয়ে দেন গ্যালাক্সিকে। এ গোলের পরও মায়ামিকে কোণঠাসা করে রাখে তারা।
রক্ষণ থেকে মাঝমাঠ বা আক্রমণ—সব জায়গাতেই এগিয়ে ছিল গ্যালাক্সি। কিন্তু মেসির এক মুহূর্তের ঝলক তাদের সেই এগিয়ে থাকার আনন্দ ম্লান করে দিয়েছে।