হোম প্রযুক্তি অ্যাপ ইনস্টাগ্রাম কমেন্ট হাইড করার ট্রিকস

ইনস্টাগ্রাম কমেন্ট হাইড করার ট্রিকস

Instagram Tips: এমন কিছু কমেন্ট থাকে, যা একেবারেই পছন্দ হয় না। সেক্ষেত্রে যদিও কিছু করার থাকে না। ফলে উপেক্ষা করে যাওয়া ছাড়া আর কোনও উপায়ও থাকে না। কিন্তু একটা উপায় আছে। আর আপনি তা কাজে লাগাতে পারেন ইনস্টাগ্রামে (Instagram)।

0
ইনস্টাগ্রাম কমেন্ট হাইড করার ট্রিকস

সোশ্যাল মিডিয়া মানেই ছবি, ভিডিয়ো পোস্ট। আর তাতে বহু মানুষের কমেন্ট। সেখান থেকেই এমন কিছু কমেন্ট থাকে, যা একেবারেই পছন্দ হয় না।

সেক্ষেত্রে যদিও কিছু করার থাকে না। ফলে উপেক্ষা করে যাওয়া ছাড়া আর কোনও উপায়ও থাকে না। কিন্তু একটা উপায় আছে। আর আপনি তা কাজে লাগাতে পারেন ইনস্টাগ্রামে (Instagram)।

সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম মানুষের কাছে বেশ জনপ্রিয়। আজকাল এটি সারা বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করে। এই অ্যাপেই কমেন্ট হাইড করার (লুকিয়ে ফেলার) ফিচার রয়েছে।

এই ফিচার কীভাবে কাজ করে?

এই হাইড ফিচারের (Hide Feature) সাহায্য আপনি যে কোনও কমেন্টকে লুকিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার পোস্টে যদি কেউ এমন কমেন্ট করে থাকে, যা আপনার একেবারেই পছন্দ হচ্ছে না।

আর আপনি এটাও চাইছেন না, যে সেই কমেন্ট অন্য কেউ পড়ুক। তাহলে আপনি এই ফিচার কাজে লাগাতে পারেন। লুকিয়ে ফেলার সঙ্গে সঙ্গে সেই খারাপ কমেন্ট আর কেউ দেখতে পাবে না।

কীভাবে ইনস্টাগ্রামে আপত্তিকর কমেন্ট বন্ধ করবেন?

  1. প্রথমত, Instagram অ্যাপ খুলুন এবং আপনার প্রোফাইলে যান।
  2. এর পরে উপরের ডানদিকে কোণায় তিনটি লাইনে ক্লিক করুন।
  3. এখানে Settings and Privacy-এ ক্লিক করুন।
  4. তারপর স্ক্রীনের নিচে স্ক্রোল করুন এবং Hidden Words অপশনে ক্লিক করুন।
  5. এবার Continue-এ ক্লিক করতে হবে।
  6. এখানে Managae custom words and phrases অপশনটিতে ক্লিক করুন।
  7. এখানে সেই সমস্ত শব্দ লিখুন, যা আপনার কাছে নেতিবাচক এবং আপত্তিকর বলে মনে হয়।
  8. আপনি এগুলির মধ্যে ইমোজিও রাখতে পারেন।
  9. এরপরে হাইড কমেন্ট টগল বন্ধ করুন।
  10. এরপরে সমস্ত নেতিবাচক এবং আপত্তিকর মন্তব্যগুলি ইনস্টাগ্রামে লুকিয়ে রাখা হবে।

মতামত নাই

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version