হোম বাংলাদেশ চাকরি বিদেশি সংস্থায় চাকরি, স্বপ্নের বেতন

বিদেশি সংস্থায় চাকরি, স্বপ্নের বেতন

0
বিদেশি সংস্থায় চাকরি
বিদেশি সংস্থায় চাকরি

জেনেভা ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: প্রজেক্ট ম্যানেজার-ফুড সিস্টেমস অ্যান্ড এনভায়রনমেন্ট
  • পদসংখ্যা:
  • যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স, বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাগ্রিকালচারাল সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফুড সিস্টেমস ও পরিবেশ নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রজেক্ট ম্যানেজমেন্ট, বাজেট ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, বেনিফিটস ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও কোয়ালিটি অ্যাসুরেন্সে অভিজ্ঞ হতে হবে।

ব্যবস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

  • চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
  • কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ
  • বেতন: বছরে ২৪ লাখ ৯৪ হাজার ৯৭২ থেকে ২৭ লাখ ৩৮ হাজার ৫৭০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।
  • সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), গ্র্যাচুইটি, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, পাঁচ মাস মাতৃত্বকালীন ও ২০ দিন পিতৃত্বকালীন ছুটি,

বছরে একটি উৎসব বোনাস, যোগাযোগ ভাতা মাসে ২ হাজার ৫০০ টাকা, কর্মীর পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসুবিধা, প্রশিক্ষণ ও বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২৩।

মতামত নাই

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version