হোম বাংলাদেশ চাকরি বেসরকারি সংস্থায় চাকরি, পছন্দের বেতন

বেসরকারি সংস্থায় চাকরি, পছন্দের বেতন

0
বেসরকারি চাকরি
বেসরকারি চাকরি

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে ক্যাম্প হেলথ অ্যান্ড ডিজিজ সার্ভিলেন্স অফিসার পদে চারজনকে নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: ক্যাম্প হেলথ অ্যান্ড ডিজিজ সার্ভিলেন্স অফিসার (সিএইচডিএসও)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস/বিডিএস MBBS/BDS ডিগ্রি। পাবলিক হেলথ বা ট্রেনিং ইন আউটব্রেক ইনভেস্টিগেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
    কর্মস্থল: কক্সবাজার
    বেতন: মাসিক বেতন ১,১২,৭১০ টাকা (আলোচনা সাপেক্ষে)
    সুযোগ–সুবিধা: সরকারি ছুটি ছাড়া বছরে ১৮ দিন বার্ষিক ছুটি, ১৪ দিন অসুস্থতা জনিত ছুটি ও ১০ দিন নৈমিত্তিক ছুটির সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কভার লেটার, CV সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un2@e-zonebd.com এই ঠিকানায় ই-মেইল করতে হবে।

মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে একটা ঢুঁ মেরে আসতে পারেন।

মতামত নাই

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version