হোম Uncategorized Shubman Gill: বলই দেখতে পাননি!

Shubman Gill: বলই দেখতে পাননি!

India vs England Test Series: বেন স্টোকস যে অনবদ্য একটা ডেলিভারি করেছেন এ বিষয়ে সন্দেহ নেই। পরের ওভারেই শুভমনও বোল্ড। জিমি অ্যান্ডারসনের ৬৯৯তম শিকার। শুভমন বলছেন, 'এই প্রথম বাবা আমায় কোনও আন্তর্জাতিক ম্যাচে দেখছিল। বাবার দূরদর্শীতার জন্যই আমি ক্রিকেটার হতে পেরেছি। আশা করি আমার পারফরম্যান্সে খুশি। সে সময় বোলিংয়ে কোনও মুভমেন্ট ছিল না। তাই টার্গেট ছিল দ্রুত রান করার। জিমির উপর চাপ তৈরি করতে চেয়েছিলাম।'

0
জিমির ৬৯৯তম শিকার

ক্যাপ্টেন রোহিত শর্মা ও শুভমন গিলের সেঞ্চুরিতে অনবদ্য জায়গায় ভারত। দ্বিতীয় দিন প্রথম সেশনে কোনও উইকেট হারায়নি ভারত। যা বিরল দৃশ্য। লাঞ্চের পরই কিছুক্ষণের জন্য রং বদল।

চোট ঝুঁকি এড়াতে বোলিং করছিলেন না বেন স্টোকস। প্র্যাক্টিসে দেখা যেত ইংল্যান্ড ক্যাপ্টেনকে বোলিংয়ে। কিন্তু ম্যাচে নয়। হঠাৎই বোলিংয়ে আসেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস।

জিমির ৬৯৯তম শিকার হয়ে স্বীকার শুভমনের

প্রথম বলেই ফেরান রোহিত শর্মাকে। পরের ওভারেই আর এক সেঞ্চুরিয়ন শুভমন গিলকে বোল্ড করেন জেমস অ্যান্ডারসন। পরপর দুই সেঞ্চুরি করা ব্যাটারের উইকেট সাময়িক চাপে ফেলে ভারতকে।

কী বলছেন শুভমন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেন স্টোকস যে অনবদ্য একটা ডেলিভারি করেছেন এ বিষয়ে সন্দেহ নেই। পরের ওভারেই শুভমনও বোল্ড। জিমি অ্যান্ডারসনের ৬৯৯তম শিকার।

শুভমন বলছেন, ‘এই প্রথম বাবা আমায় কোনও আন্তর্জাতিক ম্যাচে দেখছিল। বাবার দূরদর্শীতার জন্যই আমি ক্রিকেটার হতে পেরেছি।

আশা করি আমার পারফরম্যান্সে খুশি। সে সময় বোলিংয়ে কোনও মুভমেন্ট ছিল না। তাই টার্গেট ছিল দ্রুত রান করার। জিমির উপর চাপ তৈরি করতে চেয়েছিলাম।’

কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের উপর চাপ তৈরি করতে পেরেছিলেন তরুণ ব্যাটার শুভমন গিল। অবশেষে জিমির বলেই আউট। সে প্রসঙ্গে যোগ করেন, ‘আমি বলটা ঠিকঠাক দেখতেই পাইনি।

সেটা আর অজুহাত দিতে চাই না। আমার সব সময়ই লক্ষ্য থাকে স্কোরগুলো বড় করার।’ জিমির সঙ্গে তাঁর কিছু কথাও হয়। স্লেজিং!

সেই প্রশ্নও করা হয়েছিল শুভমনকে। যদিও সেটি এড়িয়ে যান গিল। বলেন, ‘আমার মনে হয়, সেই কথাগুলো আমাদের মধ্যেই থাকা ভালো।’

মতামত নাই

একটা কিছু লিখে জান

আপনার মতামত টি লিখুন!
এখানে আপনার নাম লিখুন

error: Content is protected !!

Discover more from গ্রাম বাংলা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version