মেসি বেনজেমা এমবাপ্পে ও আরো অনেকে যাদের নিয়ে শুনতে শোনা যাচ্ছে দলবদলের গল্প।
গনসালো রামোসের কথা খেয়াল আছে? কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সেদিন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকার জায়গায় নেমে হ্যাটট্রিক করেছিলেন রামোস।
পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলা এই ফরোয়ার্ড এবার ম্যানচেস্টার ইউনাইটেডেও রোনালদোর জায়গা নিতে পারেন।
গত মৌসুমের মাঝপথে রোনালদো ইউনাইটেড ছেড়ে যাওয়ার পর ইউনাইটেড আর কোনো ফরোয়ার্ড নেয়নি।
ইংল্যান্ডের পত্রিকা দ্য সান বলছে
চাইলে রামোসকে কিনতে পারে ইউনাইটেড। ইংলিশ ক্লাবটিকে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে বেনফিকা থেকে।
শেষ পর্যন্ত রামোসকে ওল্ড ট্রাফোর্ডে দেখা যাবে কি না, সেটি আপাতত সময়ের অপেক্ষা। অপেক্ষা ক্লাব ফুটবলে আরও কয়েকজনের গন্তব্য নিয়েও।
মেসি কোন দলে যাচ্ছে
দলবদল যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরুই হয়নি, তাই অনেক কিছুই ঘটতে পারে সামনে। তবে এখন পর্যন্ত যা খবর, তাতে বেশ কয়েকজন খেলোয়াড়ের নতুন গন্তব্যে যাওয়াটা নিশ্চিত।
নিশ্চিত-অনিশ্চিতের মাঝামাঝিও দাঁড়িয়ে আছেন কেউ কেউ
এ ক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পের নামটিই সবচেয়ে বড়। যদিও ২৪ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড স্পষ্ট করেই বলেছেন, সামনের মৌসুমে পিএসজিতে থাকতে চান।
কিন্তু পিএসজিই তাঁকে রাখবে কি না, সেটি নিশ্চিত নয়। সামনের মৌসুমে পিএসজি এমবাপ্পেকে বিক্রি করতে পারবে না। কারণ, তত দিনে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।
কিন্তু এবার বিক্রি করলে বড় অঙ্কের অর্থ রোজগারের সুযোগ আছে। এমবাপ্পের দলবদল তাই বড় কৌতূহল হয়েই থাকছে এবার।
মার্কা বলছে, আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভান্নি লো সেলসোকে পছন্দ বার্সা কোচ জাভির।
টটেনহামের লো সেলসো সর্বশেষ মৌসুমে ধারে লা লিগার দল ভিয়ারিয়ালে খেলেছিলেন।
এ বছর রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে এডেন হ্যাজার্ডের। এরই মধ্যে ক্লাব ছাড়ার খবর নিশ্চিত করেছে দুই পক্ষ। হ্যাজার্ডের পরের গন্তব্য এখনো নিশ্চিত হয়নি।
গত সপ্তাহে বেলজিয়াম জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন তিনি। সেদিনই বলেছেন, এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলে যেতে সক্ষম বলে তিনি বিশ্বাস করেন।
হ্যাজার্ডের পরবর্তী ঠিকানা হিসেবে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাই ও ফেনেরবাচের নাম শোনা যাচ্ছে।
এদিকে চেলসি থেকে বেরিয়ে যেতে পারেন ম্যাসন মাউন্টও। মেইল অন সানডের খবর অনুসারে, এরই মধ্যে মাউন্টের জন্য চার কোটি পাউন্ড প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
তবে চেলসি তা প্রত্যাখ্যান করেছে। এখন নাকি আবার পাঁচ কোটি পাউন্ডের প্রস্তাব দেওয়া হয়েছে। ইউনাইটেড নির্ভরযোগ্য একজনকে খুঁজছে গোলপোস্টের জন্যও।
দলবদলের বাজারে অনেক কিছুই ঘটবে কিংবা ঘটবে না।
আগামী দিনগুলোতে চলবে নানা জল্পনাকল্পনা, নানা গুঞ্জন। তবে কোনটা সত্যি হবে, কোনটা হবে না, সেটির জন্য অপেক্ষা করতে হবে দলবদলের মৌসুমের শেষ দিন পর্যন্তই।
[…] মেসির ক্যারিয়ারের বিশেষ এক মুহূর্তের সাক্ষী চীন। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে সোনা জিতেছিলেন মেসি। […]